Scores

জমজমাট ম্যাচের প্রত্যাশা উমেশ যাদবের

ভারত-বাংলাদেশ আরেকটি ফাইনাল! দ্বিপাক্ষিক সিরিজে ফাইনাল ম্যাচের রীতি নেই। তবে তিন ম্যাচ সিরিজে দুই দলই একটি করে ম্যাচ জেতায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে।

জমজমাট ম্যাচের প্রত্যাশা উমেশের

দিল্লীতে বাংলাদেশ জিতেছিল প্রথম ম্যাচ। তবে রাজকোটে দাপুটে ক্রিকেটে জয় তুলে নিয়ে স্বাগতিক ভারত সিরিজে সমতা আনে, যার নিষ্পত্তি হবে ফাইনালে। সেই ফাইনাল অর্থাৎ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রবিবার (১০ নভেম্বর) নাগপুরে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। ম্যাচের আগের দিন (৯ নভেম্বর) দুই দলই প্রস্তুত হয়েছে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।

Also Read - দ্বিতীয় ম্যাচ জিততে অ্যাধাত্মিক গুরুর সাহায্য চেয়েছিলেন শাস্ত্রীঅন্যান্য দিনের মত শনিবারও প্রথমে অনুশীলন করে বাংলাদেশ। টাইগারদের অনুশীলন চলাকালে মাঠে এসে হাসিজ উমেশ যাদব। ৩২ বছর বয়সী পেসার সিরিজের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস নেটওয়ার্ককে সাক্ষাৎকার দিতে এসেছিলেন স্টেডিয়ামে। দেখে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদদের অনুশীলনটাও।

এ সময় বিডিক্রিকটাইমের সাথে আলাপকালে ছোট্ট কথায় ব্যক্ত করলেন জমজমাট এক ম্যাচের প্রত্যাশা। উমেশ বলেন-

‘জমজমাট এক ম্যাচের প্রত্যাশা করছি।’

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার মতই উমেশ নাগপুরের ছেলে। ‘লোকাল বয়’ এবার অবশ্য দর্শকের ভূমিকায়। টেস্ট ও ওয়ানডে দলে নিয়মিত হলেও টি-টোয়েন্টি খেলা হয়নি সেভাবে। ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও এই ফরম্যাটের দলে নিয়মিত নন। রবিবার নাগপুরের অঘোষিত ফাইনাল তাই দেখবেন দর্শক হয়ে।

জমজমাট ম্যাচের প্রত্যাশা উমেশের

অবশ্য এরপরই ব্যস্ত হয়ে পড়তে হবে উমেশকে। ১৪ নভেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। সেই সিরিজে উমেশকেই হয়ত সামলাতে হবে মুমিনুল-মুশফিক-রিয়াদদের বিপাকে ফেলার গুরুদায়িত্ব!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

শ্রীলঙ্কা দলের কোচ হচ্ছেন মিকি আর্থার!

শ্রীলঙ্কাই যাচ্ছে বাংলাদেশের আগে

ভুল মানছেন মুমিনুল, জানালেন মুস্তাফিজ না থাকার কারণ

আচরণ ভঙ্গের দায়ে জরিমানা করা হলো স্মিথকে

পাকিস্তান সিরিজের জন্য অস্ট্রেলিয়ার টেস্ট দল ঘোষণা