
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা দুই পরাজয়ের পর আবারও জয়ের ধারায় ফিরেছে রাজস্থান রয়্যালস। আইপিএলের ১৫তম আসরের ৫২তম ম্যাচে প্রতিপক্ষ পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছে দলটি।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রানের পাহাড় জড়ো করে পাঞ্জাব। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন জনি বেয়ারস্টো। ৪০ বলের মোকাবেলায় তিনি হাঁকান ৮টি চার ও ১টি ছক্কা।
এছাড়া জিতেশ শর্মা ১৮ বলে ৩৮ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন। ভানুকা রাজাপক্ষের ব্যাট থেকে ২৭ ও লিয়াম লিভিংস্টোনের ব্যাট থেকে আসে ২২ রান। রাজস্থানের পক্ষে যুজবেন্দ্র চাহাল একাই শিকার করেন তিনটি উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে জস বাটলার দারুণ সূচনার ইঙ্গিত দিলেও ১৬ বলে ৩০ রান করে সাজঘরে ফিরতে হয় তাকে। স্যাঞ্জু স্যামসনও আউট হন ১২ বলে ২৫ রান করে। তবে বিপর্যয় ঘটতে দেননি ওপেনার যশস্বী জাইসওয়াল। তিনি আগলে রেখেছিলেন এক প্রান্ত।
৪১ বলে ৯টি চার ও ২টি ছক্কায় জাইসওয়ালের ৬৮ রানের ইনিংস থামার পর দেবদূত পাড়িকালের ৩২ বলে গড়া ৩১ রানের ইনিংস দলকে চাপে ফেলে দেয়। তবে শিমরন হেটমেয়ারের ১৬ বলে ৩১ রানের ক্যামিওতে ভর করে রাজস্থান পৌঁছে যায় জয়ের বন্দরে, ২ বল ও ৬ উইকেট হাতে রেখে।
ম্যাচটির পূর্ণাঙ্গ স্কোরকার্ড দেখুন এখানে
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।