Scores

জাকির-আফিফকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা

ঘরের মাঠে  শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া দু’ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দলের হয়ে যাত্রা শুরু করেছিলেন দুই তরুণ ক্রিকেটার জাকির হাসান ও আফিফ হোসেন ধ্রুব। প্রথম ম্যাচে নিজেদের নামের প্রতি সুবিচার না করতে পারায় একাদশে জায়গা হারিয়েছিলেন সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে। আর এবার জায়গা হারিয়ে বসলেন নিদাহাস ট্রফির স্কোয়াড থেকেই।

প্রধান নির্বাচকের সোহানকে দলে না রাখার ব্যাখ্যা

সোমবার প্রকাশিত ১৬ সদস্যের নিদাহাস ট্রফির স্কোয়াডে পাঁচ ক্রিকেটারের প্রত্যাবর্তনে জায়গা হারিয়েছেন চার তরুণ ক্রিকেটার। যার মধ্যে মাত্র এক ম্যাচ খেলেই কপাল পুঁড়েছে আফিফ ও জাকিরের। ঠিক কি কারণে মাত্র এক ম্যাচ সুযোগ দিয়েই জাতীয় দল থেকে ছিটকে দেওয়া হলো তাদের? এ প্রশ্নের উত্তর মিলেছে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কণ্ঠে।

Also Read - আইসিসির অনুরোধ ফিরিয়ে দিলো বিসিসিআই


জাকির ও আফিফের বাদ পড়া প্রসঙ্গে প্রধান নির্বাচকের ভাষ্য, ‘জাকিরকে আমরা নিয়েছিলাম তামিমের ইঞ্জুরির জন্য। যেহেতু তামিম এখন সুস্থ তাই সে জায়গা হারিয়েছে। আর আফিফকে খেলানো হয়েছিল সাকিবের জায়গায়। সাকিব সুস্থ হয়ে ফিরেছে তাই আফিফকে এ সিরিজে রাখা হয়নি।’

আফিফ-জাকিররা দল থেকে বাদ পড়লেও তারা নির্বাচকদের নজরে আছেন জানিয়ে এসময় তিনি আরও বলেন, ‘আমাদের ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিশন আছে। যেহেতু তারা তরুণ মুখ আর বিপিএলে ঘরের মাঠে ভালো খেলেছিল তাই তাদের দলে সুযোগ করে দিয়ে আমরা আমাদের পরিকল্পনাতে তাদের অন্তর্ভুক্ত করেছি। তারা আমাদের নজরে সবসময় থাকবে।’

একই সাথে ভবিষ্যতের জন্য তাদের সময়ে-সময়ে সুযোগ দিয়ে গড়ে তোলা হবে বলেও উল্লেখ করে তিনি বলেন, ‘ওদের পারফরম্যান্স ঠিক আছে। ওরা আমাদের পুলভুক্ত রয়েছে। সময়ে-সময়ে ওদের দলে সুযোগ করে দিয়ে আমরা লম্বা সময়ের জন্য ওদের গড়ে তুলবো।’

 


আরও পড়ুনঃ নিদাহাস ট্রফিতে সাব্বির-কায়েসকে নেওয়ার কারণ ব্যাখ্যা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আফিফ-সাইফউদ্দিনে নিজের বিকল্প দেখছেন রিয়াদ

রোমাঞ্চিত আফিফের আশা পূরণ

যে কারণে ওয়ানডে দলে ডাক পেলেন নাইম-আফিফ

বিপিএলের লিটন-আফিফকে হারিয়ে খুঁজছে বাংলাদেশ

আফিফ-লিটনের ব্যাটিং ঝড়ে প্লে-অফে রাজশাহী