Scores

জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন তামিম

করোনাকালে সাধ্যমত দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়াচ্ছেন তামিম ইকবাল। এরই মধ্যে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক পেলেন সুখবর। তাকে বিশ্ব খাদ্য কর্মসূচির জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত করেছে জাতিসংঘ।

তামিমের ১৫৮ রানের ইনিংসে রেকর্ড বইয়ে তোলপাড়

বিশ্ব খাদ্য কর্মসূচি বা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জাতিসংঘের খাদ্য সহায়তা সংক্রান্ত শাখা। খাদ্য নিরাপত্তার লক্ষ্যে কাজ করা বিশ্বের বৃহত্তম এ সংস্থা প্রতি বছর ৮ কোটি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেন। বাংলাদেশসহ ৭৫টি দেশে সংস্থাটির কার্যক্রম পরিচালিত হয়।

Also Read - টিকটক ভিডিও বানাতে কোহলিকে চাপ দিচ্ছেন ওয়ার্নার!


নিজের কিংবা পরিবারের জন্য যারা যথেষ্ট পরিমাণ খাদ্যের যোগান দিতে অক্ষম, তাদের সহায়তা করাই বিশ্ব খাদ্য কর্মসূচির মূল লক্ষ্য। বাংলাদেশে এই কার্যক্রমের গতি আরও বেগবান করতে জাতিসংঘ তামিমকে জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত করেছে।

এ বিষয়ে সোমবার (১ জুন) নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে তামিম জানান, ‘আজ আমি বাংলাদেশে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম) জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছি। আমি জাতিসংঘের সংস্থা ডব্লিউএফপি এর জাতীয় গুডউইল অ্যাম্বা‌সাডর হিসেবে নিযুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি।’


ভবিষ্যতেও বিশ্ব খাদ্য কর্মসূচির কার্যক্রম অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করে তামিম বলেন, ‘এই সংস্থাটি বাংলাদেশসহ সারা বিশ্বকে ক্ষুধামুক্ত করার জন্য কাজ করে চলেছে। যদিও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ প্রশংসনীয় মাত্রায় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে; তবুও দারিদ্র্যের হার এখনও প্রকট, বিশেষ করে গ্রামীণ অঞ্চলগুলোতে। চলমান কোভিড-১৯ মহামারী অনেকের জীবনকেই আরও বেশী সংকটময় করে তুলেছে। আমি সাধ্যমত চেষ্টা করার আশা রাখি যাতে ডব্লিউএফপি ক্ষুধার বিরুদ্ধে লড়াই করে সহযোগিতা প্রয়োজন এমনসব পরিবারের পাশে দাঁড়াতে পারে।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

রোহিঙ্গাদের পাশে সাকিব আল হাসান