██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

জাতীয় দলের ভেতর-বাহিরের বাস্তবতা টের পেয়েছেন নাসির

জাতীয় দল থেকে বাদ পড়ার পর বাস্তবতা বুঝতে পেরেছেন নাসির।

জাতীয় দলের ভেতর-বাহিরের বাস্তবতা টের পেয়েছেন নাসির

জাতীয় দলের ভেতর-বাহিরের বাস্তবতা টের পেয়েছেন নাসির

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2023-04-29T01:16:14+06:00

আপডেট হয়েছে - 2023-04-29T01:16:14+06:00

একসময় জাতীয় দলে নিয়মিত ছিলেন নাসির হোসেন। প্রতি সিরিজের স্কোয়াডেই থাকত নাসিরের নাম। তবে সময় এখন বদলে গেছে অনেকখানি, জাতীয় দলে নিজের জায়গাটা হারিয়েছেন নাসির।

লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে আছেন নাসির। ছবিঃ গেটি ইমেজস

২০১৭-১৮ সালের পর থেকে ধীরে ধীরে জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়েন নাসির। এরপর ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সও বাজে হওয়ায় জাতীয় দলে আর ডাক পাননি তিনি। তবে জাতীয় দল থেকে বাদ পড়ার পরে বাস্তবতা টের পেয়েছেন নাসির। তিনি এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে নিয়ে যখন সারা দেশে সমালোচনা হচ্ছিল সেই দুঃসময় নিয়েও কথা বলেছেন সম্প্রতি। বিডিক্রিকটাইম কর্তৃক আয়োজিত ঈদের বিশেষ অনুষ্ঠান ফানফেস্টে অতিথি হিসেবে এসেছিলেন নাসির এবং তামিমা। সেখানেই অনেক কিছু নিয়েই কথা বলেছেন নাসির।

দুঃসময়ে কারা পাশে ছিল এমন প্রশ্নের জবাবে নাসির বলেন, কাছে তো আমার স্ত্রী তামিমা ছিল সবসময়ই। আমার বন্ধুবান্ধবরা ছিল। আরেকজনের কথা না বললেই না, আমার রংপুরের খুব কাছে একজন বড়ভাই, বন্ধুর মতই অনেকটা। উনার নাম সুজন, উনি সবসময় ছিল আমাদের সাথে।’

 

একই ব্যাপারে তামিমা বলেন, ‘আসলে সবচেয়ে বেশি সাপোর্ট তো নাসির করেছে আমাকে। এছাড়া আমাদের পরিবারের সদস্যরা, আমার ভাই, মা-বাবা। আসলে আমি তাদের কাছে অনেক লজ্জিত যে আমার জন্য তাদেরকে অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে। তারপরেও ওরা সেই সময়ে তারা আমাদের পাশে থেকেছে। তারা আসলে নিজেরাও লজ্জিত ছিল। নাসির যেভাবে পুরো বিষয়টাকে সামলেছে এটা দুর্দান্ত ছিল।’

  নাসির হোসেন। ছবিঃ গেটি ইমেজস

খারাপ সময়ে জাতীয় দলের কাউকে পাশে পাননি বলেও জানিয়েছেন নাসির, ‘আসলে আমি এই জিনিস নিয়ে অপরাধবোধে ভুগি না যে, আমি আসলে খারাপ কোনো কাজ করিনি। আমি যা করেছি সঠিক কাজ করেছি। কিন্তু আমি পাইনি (জাতীয় দলের কারোর সাহায্য) আরকি আসলে।’


নাসির আরও বলেন, ‘আসলে সত্যি কথা বলতে গেলে, আপনি যখন জাতীয় দলে খেলবেন তখন একরকম আবার যখন বের হয়ে যাবেন তখন আরেক রকম। যখন জাতীয় দলে থাকবেন তখন মাঠের যারা গ্রাউন্ডসম্যান বা অন্যরা থাকে তারাও আপনার সাথে অনেক ভালোভাবে কথা বলবে। যখন এখান (জাতীয় দল) থেকে বের হয়ে আসবেন তখন একটু ভিন্ন চিত্র। তারপরেও আমার সাথে অনেকের কথা হয়েছে। যেমন সাকিব (আল হাসান) ভাইয়ের সাথে কথা হয়েছে, টুকটাক কথা হয়েছে। উনার সাথে আমার আসলে প্রায়ই কথা হয়।’

 

নিজের জীবনে ক্রিকেটকেই ধ্যানজ্ঞান বানিয়ে ফেলতে নারাজ নাসির। বলেছেন দিনের ২৪ ঘণ্টাই ক্রিকেটারদের সাথে কাটাতে চান না তিনি। এই ব্যাপারে তার মত, ‘আসলে ক্রিকেট যখন মাঠে খেলি তখনই শুধু আমি ক্রিকেটারদের সাথে খেলি। এর বাইরে মাঠের বাইরে আমার কোনো সার্কেল নেই যে কারও বাসায় যাচ্ছি অথবা কারও সাথে আড্ডা দিচ্ছি। এরকম আবার খুব একটা হয় না। মাঠের সময়টা ক্রিকেটারদের সাথে কাটে, আমি চাই না মাঠের বাইরেও ক্রিকেটারদের সাথে কাটুক। আমি চাই না ২৪ ঘণ্টা ক্রিকেটারদের সাথে কাটুক।’

 ২০১৫ বিশ্বকাপে খেলেছেন নাসির। ছবিঃ গেটি ইমেজস

তবে খারাপ সময়ে কারও কাছে সাহায্য চাইলে পেতেন বলেও জানিয়ে রেখেছেন নাসির, ‘আসলে (ক্রিকেটাররা) আত্মকেন্দ্রিক না। তাদেরও জাতীয় দলে হয়ত তখন খেলা ছিল তারাও অনেক ব্যস্ত ছিল খেলা নিয়ে। আর আমাকে ফোন দিয়েই বা কী হবে? একই জিনিস যদি অন্য কারোর ক্ষেত্রে হত তাহলে আমি ফোন দিয়েই বা কী করতাম? এজন্যই হয়ত বা গ্যাপ আছে। তবে আমি এটা নিশ্চিত যে আমি যদি কোনো ক্রিকেটারের কাছে কোনো ধরনের সাহায্য চাইতাম তাহলে সেটা আমি পেতাম। সেটা যে কেউই হোক না কেন।’

 

ঈদের বিশেষ অনুষ্ঠান ফানফেস্টের পুরো অনুষ্ঠান দেখা যাবে বিডিক্রিকটাইমের ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে।



বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

 

 

 

 

 


একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.