Scores

জাতীয় দলে ফিরতে চান নাঈম ইসলাম

নাঈম ইসলাম, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক ও নিয়মিত এক ক্রিকেটার। নিজে শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন প্রায় তিন বছর আগে। ২০১৪ সালে আফগানিস্তানের বিপক্ষে ওডিআই। এরপর থেকে প্রাথমিক দলেই জায়গা হয়নি তার। তাই বলে জাতীয় দলে ফেরার আশা এখনও ছাড়েননি তিনি।

আবারও জাতীয় দলে ফিরতে চান নাঈম। তিনি বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। বাদ পড়ে আবার ফিরে আসার। আমি যদি আমার লক্ষ্য ঠিক করে নিই যে, এই টুর্নামেন্ট থেকেই ফিরে আসব, তাহলে শুধু শুধু নিজের ওপর বাড়তি চাপ তৈরি করা হবে। তাই আমি চাই না নিজের ওপর কোনো চাপ তৈরি করতে। এখন পর্যন্ত যেভাবে খেলছি, ভালোই যাচ্ছে। এভাবেই খেলাটা চালিয়ে যেতে চাই।’

আবারও জাতীয় দলে ফিরতে চান নাঈম।

বিসিএলে সর্বশেষ তিন ইনিংসের মধ্যে নাঈম একটিতে ৪৭৫ বল খেলে ১৮৫ রান করেছেন। আরেক ইনিংসে ২৮৪ বল খেলে ১০০ রান করেন। টেস্ট মেজাজে ব্যাটিং করেছেন তিনি। নাঈম জানান জাতীয় দলের বাহিরে থাকলেও হতাশ নন তিনি, ‘দলের বাইরে থাকা নিয়ে হতাশার কিছু নেই। বাংলাদেশ দলে অনেক দিন ধরে একটা সেট খেলছে। মোটামুটি ১৫-২০ জন খেলোয়াড় রয়েছে দলে। তাই হুট করে একটা ছেলে খারাপ করলেই তাকে বাদ দেয়া উচিত নয়। আবার হুট করে কেউ ভালো করলেই তাকে দলে নিতে হবে, এমন কোনো কথাও নয়। কেউ যদি অসাধারণ পারফরম্যান্স করে সেক্ষেত্রে হয়তো তার জন্য একটা সুযোগ থাকবে।’

Also Read - আগামী সিরিজেই ফিরতে মরিয়া ইমরুল

তিনি আরও বলেন, ‘আমি যদি অসাধারণ পারফরম্যান্স করি, তাহলে হয়তো নির্বাচকরা আমাকে নেবেন। এখানে আমার ঘাটতি হল এই যে, আমি তেমন কোনো পারফরম্যান্স করতে পারিনি। যে কারণে নির্বাচকদের বাধ্য করতে পারিনি আমাকে নেয়ার জন্য।’

শুধু জাতীয় দলে জায়গা পাওয়াই নয়। আরও একটি বড় লক্ষ্য আছে নাইমের। ব্যাট হাতে এমন পারফরম্যান্সের এই ধারাবাহিকতা লিগের শেষ পর্যন্ত ধরে রেখে নিজ দল বিসিবি উত্তরাঞ্চলকে প্রথমবারের মতো শিরোপা এনে দিতে।

উল্লেখ্য, ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের সর্বশেষ সিরিজে ঢাকা টেস্টে পেয়েছিলেন সেঞ্চুরি। ওই সিরিজের পর আর টেস্ট খেলা হয়নি তার। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৯ হাফ সেঞ্চুরি ও ১৯টি সেঞ্চুরি করেছেন নাঈম।

 

আরও দেখুন= আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের আয়

  • মাকসুদুল হক, প্রতিবেদক, বিডিক্রিকটাই্ম

Related Articles

৮ রানের আক্ষেপ ঘুচালেন নাঈম, ৫ রানের আক্ষেপে রাব্বি

তবু নির্বাচকদের বিবেচনায় আছেন মাঠের বাইরে থাকা নাঈম

সুপার লিগে জয়ে ফিরল মুশফিকরা

চান্দের শতকে জয় শেখ জামালের

মুশফিক-নাঈমের ব্যাটিং নৈপুণ্যে জয় রূপগঞ্জের