
ইঞ্জুরি কাটিয়ে আবারও জাতীয় দলে জায়গা করে নিতে শতভাগ প্রস্তুত জাতীয় দলের পেসার রুবেল হোসেন।
ইঞ্জুরির কারণে দীর্ঘদিন যাবত জাতীয় দলের বাহিরে আছেন জাতীয় দলের নিয়মিত পেসার রুবেল হোসেন। দেশের প্রতিনিধিত্ব করতে শেষবারের মত মাঠে খেলতে নেমেছিলেন গত বছর আন্তর্জাতিক ক্রিকেট। তারপর চোট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে কয়েকটি ম্যাচ খেললেও আর মাঠে নামা হয়নি তার। ঠিক সময়ে চোট থেকে মুক্তি না মিলার ফলশ্রুতিতে বাদ পড়তে হয় দেশের মাটিতে সদ্য শেষ হওয়া এশিয়া কাপ এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড থেকেও।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে নিয়মিত পরিচর্যার মাধ্যমে মাঠে নামার জন্য রুবেল হোসেন এখন শতভাগ প্রস্তুত। বেশ কয়েকদিন যাবত নিজের নিয়মিত গতিতে নেটে বল করার পাশাপাশি ফিটনেস নিয়ে কাজ করার পর রুবেল হোসেন এখন আবারও মাঠ মাতানোর জন্য শতভাগ প্রস্তুত এই রকম তথ্যই মিলেছে বিসিবির ফিজিশিয়ানের কাছ থেকে।
তাসকিন আহমেদের অনুপস্থিতে জাতীয় দলে যখন দর্শকরা রুবেল হোসেনের মত বোলারের অপেক্ষায় ঠিক তখন রুবেল হোসেনও দ্রুত জাতীয় দলে জায়গা করে নেওয়ার ব্যাপারে আত্নবিশ্বাসী।
-ইমরান হাসান, প্রতিবেদক, বিডিক্রিকটিম ডট কম