Scores

জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে চিন্তিত নন আশরাফুল

হুট করে দেশের ক্রিকেটে আশরাফুল-আশরাফুল রব। বিপিএলেও তিনি থেকে যান অবিক্রিত, তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তিনি মিনিস্টার গ্রুপ রাজশাহীর অন্যতম বড় অস্ত্র। এত আলোচনা আর প্রশংসার মাঝে বাস করেও অবশ্য এখনই জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে ভাবতে নারাজ আশরাফুল।

জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে চিন্তিত নন আশরাফুল

ড্রাফট থেকে ‘এ’ ক্যাটাগরির কোনো ক্রিকেটারকে দলে নেয়নি রাজশাহী। ‘ডি’ ক্যাটাগরি থেকে আশরাফুলকে দলে ভিড়িয়েই দলটি কুড়িয়ে নিয়েছে সমর্থকদের বড় অংশের সমীহ। দলের হয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে আশরাফুলকে প্রশ্ন করা হয় জাতীয় দলে ফেরার বিষয়ে। আশরাফুল অবশ্য সবটুকু মনোযোগ রাখছেন টি-টোয়েন্টি কাপে।

Also Read - বদলে যাওয়া নিয়মে সর্বোচ্চ পয়েন্ট সত্ত্বেও শীর্ষস্থান হারাল ভারত


ফিক্সিং কাণ্ডে নিষেধাজ্ঞা ভোগের পর আর জাতীয় দলে ফেরা হয়নি আশরাফুলের। বঙ্গবন্ধু কাপে ভালো করলে মিলতে পারে সেই সুযোগ। আশরাফুল বলেন, ‘আমি আসলে ঐভাবে চিন্তা করছি না, বাংলাদেশ দল নিয়ে। আমি এখন শুধু চিন্তা করছি বঙ্গবন্ধু টি-২০ কাপ নিয়ে। খুব উৎসাহী আমি খেলার ব্যাপারে। গত আড়াই-তিন মাস ধরে আমি আমি অনুশীলনটা করছি।’

লকডাউনে যখন খেলাধুলা বন্ধ ছিল, তখনো আশরাফুল নিজেকে প্রস্তুত করেছেন। খেলা শুরু হলেই যেন নিজের জাত চেনাতে পারেন, এটাই ছিল লক্ষ্য। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তাই নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন জাত দলের সাবেক অধিনায়ক।

আশরাফুল বলেন, ‘যখনই একটা খেলা হবে সেখানে যেন প্রথম ম্যাচ থেকেই আমি প্রস্তুত থাকি। আমি আসলে ফোকাস করছি এই টুর্নামেন্টেই। আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আর জাতীয় দল সবারই স্বপ্ন থাকে, এটা পরের ধাপ, আগে সামনে যে প্রসেস সেটা নিয়ে চিন্তা করছি।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

নিজের পারফরম্যান্সে খুশি নন আল-আমিন

মুস্তাফিজের কাছ থেকে অনেক কিছু শিখেছেন শরিফুল

সুজন ও মুশফিকের প্রতি কৃতজ্ঞ মুক্তার

টি-টোয়েন্টির পারফরম্যান্স দিয়ে ওয়ানডের দল বাছাই কঠিন : প্রধান নির্বাচক

বঙ্গবন্ধু টি-২০ কাপের ‘সেরা একাদশ’