Scores

জাদেজা জানতো কোন শট খেলবে সাকিব!

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। এই জয়ে বড় অবদান রেখেছেন অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। বল হাতে ৪ উইকেট পেয়েছেন জাদেজা। পেয়েছেন সাকিব, মুশফিকের মূল্যবান উইকেটও। ম্যাচ শেষে জাদেজা জানিয়েছেন তিনি জানতেন সাকিব একই শট খেলবেন পরের বলে।

ব্যাটিং ব্যর্থতায় –তে থামল বাংলাদেশ

দুবাইতে সুপার ফোরের ম্যাচে বাংলাদেশ হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে শক্তিশালী ভারত। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারতের অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকেই বাংলাদেশের ব্যাটসম্যানদের চাপে রেখেছিলো ভারতে বোলাররা। তবে সেই চাপ কাটিয়ে উঠছিল বাংলাদেশের দুই ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। পাওয়ার প্লেতে বেশ ভালোই খেলছিল বাংলাদেশ। তবে আক্ষেপটা বাড়ে শেষদিকে।

১০তম ওভারে জাদেজার পরপর দুই বলে দুইটি চার মারেন সাকিব। তারপরেই উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনি দলের অধিনায়ক রোহিতের সঙ্গে আলোচনা করতে দেখা যায়। রোহিতকে ইঙ্গিত দিচ্ছিলেন স্লিপে দাঁড়ানো ধাওয়ানকে স্কয়ার-লেগে নিয়ে যেতে। ওভারের তৃতীয় বলে জাদেজার করা বলে মিডউইকেটের উপর দিয়ে মারতে গিয়ে সেই ধাওয়ানের হাতেই ক্যাচ তুলে দেন সাকিব।

Also Read - হাসান, আসগর ও রশিদকে আইসিসির জরিমানা

বাঁহাতি স্পিনার জাদেজা জানতেন সাকিব কোথায় শট খেলতে পারেন। তাইতো পরিকল্পনা করে বল করেছিলেন অফস্ট্যাম্পের বাইরে আর সাকিবও সেই টোপ গিলে ফেলেন। ম্যাচ শেষে জাদেজা জানান,

“আমি জানতাম সাকিব মিডউইকেটের উপর দিয়ে শট খেলার চেষ্টা করবে। তাই আমি অধিনায়ক রোহিতের সঙ্গে ঐখানে ফিল্ডার রাখার ব্যাপারে জানাই। ভাগ্যক্রমে আমি অফস্ট্যাম্পের বাইরে বলটি ফেলেছিলাম এবং আমি জানতাম সে এটিকে সুইপ করতে চাইবে। পরিকল্পনা অনুযায়ী সফলও হয়েছি।”

দীর্ঘ সময়ের পর জাতীয় দলে ফিরেই বল হাতে উজ্জ্বল ছিলেন জাদেজা। মূলত পাকিস্তানের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচে বোলিং করার সময় ইনজুরিতে পড়েন আরেক অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ইনজুরির কারণে শেষ হয়ে যায় হার্দিকের এশিয়া কাপ। সেই বদৌলতে দলে ডাক পড়ে জাদেজার। সুপার ফোরের প্রথম ম্যাচে ২৯ রান দিয়ে নেন ৪ উইকেট। তুলে নেন সাকিব, মুশফিক, মিঠুন ও মোসাদ্দেকের উইকেট।

আরও পড়ুনঃ হাসান, আসগর ও রশিদকে আইসিসির জরিমানা

Related Articles

মাধ্যমিকের প্রশ্নপত্রে নিজের নাম দেখে কৃতজ্ঞ তামিম

মেডিকেল রিপোর্টের উপরেই নির্ভর করছে সাকিবের এনওসি

এই মিরাজ অনেক আত্মবিশ্বাসী

মিঠুনের ‘মূল চরিত্রে’ আসার তাড়না

‘আঙুলটা আর কখনো পুরোপুরি ঠিক হবে না’