Scores

জার্সিতে ‘ভুলবশত’ বাংলাদেশ বাদ পড়েছিল, দাবি বিসিবির

জার্সি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমত তুলকালাম হয়ে গেল রবিবার (১৭ জানুয়ারি)। এদিন ক্যারিবীয় সিরিজের জন্য বাংলাদেশ দলের বিশেষায়িত জার্সির নকশা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু জার্সি দেখে সমর্থকদের বড় অংশ সমালোচকের ভূমিকা নেন। 

দর্শকদের প্রতিক্রিয়ার পর জার্সিতে পরিবর্তন

এর পেছনে অবশ্য যথার্থ কারণও আছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতীয়তার ধারক-বাহক নানা চিহ্ন রয়েছে টাইগারদের নতুন জার্সিতে। কিন্তু নেই বাংলাদেশের নামটাই। দেশের বিশেষ জার্সিতে দেশের নাম না থাকায় সমালোচনার মুখে পড়ে বিসিবি। রাতেই নতুন করে আরেকটি জার্সির নকশা প্রকাশ করা হয়, যেখানে আগের জার্সির মাঝেই যুক্ত করা হয় বাংলাদেশ নাম।

Also Read - টি-টেনের জন্য প্রস্তুতি ম্যাচকে মোসাদ্দেকের 'না'

বিসিবির দাবি, বাংলাদেশের নাম ভুলবশত বাদ পড়েছিল বিশেষায়িত এই জার্সি থেকে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘আমি বলতে পারব না এটা ঠিক… কিন্তু ঐটা দেওয়া হয়েছিল, হয়ত ভুলবশত হয়ে গেছে (বাংলাদেশের নামবিহীন জার্সি)। দুইটা জার্সি, যে জার্সিটা দেওয়া হয়েছে সেটাই দেখানো হয়েছে। ডিজাইনের জন্য একটা রাখা ছিলো।’ বোর্ডের প্রভাবশালী এই পরিচালক বলেন, ‘বাংলাদেশ তো অবশ্যই থাকতেই হবে (জার্সিতে)।’ 

ক্যারিবীয় সিরিজেও বাংলাদেশ দলের টিম স্পন্সর হিসেবে যুক্ত আছে ‘খণ্ডকালীন’ স্পন্সর বেক্সিমকো। বেক্সিমকোর সহ-প্রতিষ্ঠান আকাশ ডিটিএইচের পাশাপাশি বেক্সিমকোর লোগোও স্থান পেয়েছে জার্সিতে। বাংলাদেশ লেখা রয়েছে বেক্সিমকোর লোগোর নিচে। এ নিয়েও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সমর্থকদের মধ্যে। কেউ কেউ বলছেন, দেশের নাম আরও বড় করে দেওয়া উচিৎ।

জালাল ইউনুস বলেন, ‘এখানে কিন্তু কোনো সুযোগ নাই । আইসিসির একটা প্রটোকল কোড দেওয়া আছে । ওপরে কত বড় হবে সব কিছু কিন্তু দেওয়া আছে। আমরা এর বাইরে কিন্তু দিতে পারব না। বাংলাদেশটা ছোট কি বড় হয়েছে তা অবশ্যই আমরা দেখব। যদি সত্যিই অমন কিছু হয়ে থাকে আমরা এটা ঠিক করে দিব।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

‘অধিনায়ক’ তামিমকে নিয়ে আশাবাদী বিসিবি ও টিম ম্যানেজমেন্ট

দর্শক ইস্যুতে ফুটবলের সাথে ক্রিকেটকে মেলাতে চায় না বিসিবি

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শুরু থেকে ডিআরএস ব্যবহার নিয়ে ধোঁয়াশায় বিসিবি!

দর্শকদের দুঃসংবাদ দিল বিসিবি

এ বছরের সব সিরিজ বঙ্গবন্ধুকে উৎসর্গ করবে বিসিবি