Scores

জাহানারাদের গুগোলে খোঁজার হিড়িক!

২০২০ সালকে বলা যেতে পারে টি-টোয়েন্টি ক্রিকেটের বছর। এই বছর প্রাধান্য পাবে এই ফরম্যাটটাই। অক্টোবরে মাঠে গড়াবে পুরুষদের বিশ্বকাপ। তার আগে প্রমীলা বিশ্বকাপ শুরু হয়েছে অস্ট্রেলিয়াতেই। সেখানে তুমুল আগ্রহ বাংলাদেশকে নিয়ে।

বাঘিনীদের কাছে হেরে গেল পাকিস্তান

কদিন আগে যুব বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ। এর পরপরই বাংলাদেশ প্রমীলা জাতীয় দল যায় অস্ট্রেলিয়ায়। নারীদের ক্রিকেটে বাংলাদেশের অবস্থান এখনো এতটা পোক্ত হয়নি। অন্তত পরাশক্তি তো বলাই যায় না।

Also Read - ‘বাদ পড়ার ভয়’ কাটিয়ে উঠেছেন শান্ত


কিন্তু গুগোলে তাদের নিয়েই সবচেয়ে বেশি খোঁজা হয়েছে বিগত এক সপ্তাহে। প্রমীলা টি-টোয়েন্টি বিশ্বকাপে গত এক সপ্তাহে বাংলাদেশের চেয়ে অন্য কোনো বিষয়ে বেশি আগ্রহ দেখা যায়নি।

প্রমীলা বিশ্বকাপের আগের আসরগুলো পুরুষ ইভেন্টের সাথেই মাঠে গড়াত। এবার মাঠে গড়াচ্ছে পুরুষদের আসর মাঠে গড়ানোর অনেক আগেই। কারণটা প্রমীলা ক্রিকেটের বিশ্বায়ন। আইসিসি এখনই নিজেদের সফল দাবি করতে পারে। নাহলে বাংলাদেশের মত গ্রুপ পর্বে মোটামুটি পারফরম্যান্স দেখিয়ে দেশে ফেরার ভাবনা রাখা দলকে নিয়ে কি আর এতটা উন্মাদনা দেখা যেত!


অনলাইন সার্চ জায়ান্ট গুগোল জানিয়েছে, প্রমীলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ আসর সম্পর্কে ব্যবহারকারীদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল বাংলাদেশকে নিয়ে, তাই গুগোল সার্চে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যাপারে তথ্যই জানতে চাওয়া হয়েছে বেশি। গত এক সপ্তাহে বাংলাদেশ দলের তথ্য খোঁজার প্রবণতা বেড়েছে ৩২২ শতাংশ!

আজই বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। বিশাল জনগোষ্ঠীর দেশ ভারতের প্রমীলা ক্রিকেট দল শক্তিমত্তা ও জনপ্রিয়তায় অনেক এগিয়ে থাকলেও অনলাইনে ক্রিকেট-ভক্তদের আগ্রহের বিচারে পিছিয়ে পড়েছে তারা। এশিয়া কাপ শিরোপার মত এই বিষয়টিও সালমা-জাহানারাদের প্রেরণা যোগাতে পারে!

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

ভারতকে গুঁড়িয়ে বিশ্বকাপের শিরোপা অস্ট্রেলিয়ার

স্ত্রীর খেলা দেখতে জাতীয় দলের ম্যাচ বিসর্জন

অস্ট্রেলিয়া থেকে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

বড় দলের বিপক্ষে খেলার সুযোগ চায় বাংলাদেশ

বাংলাদেশি চ্যানেলে দেখা যাবে নারী বিশ্বকাপ