জিম্বাবুয়ের পাকিস্তান সফরসূচি চূড়ান্ত
মহামারীর বাধা কাটিয়ে ক্রিকেটে ফিরছে জিম্বাবুয়ে। আসন্ন পাকিস্তান সফরের জন্য সরকারের সবুজ সংকেত পেয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে সিরিজের সূচিও।
ক’রোনা পরবর্তী ক্রিকেটে প্রতিটি সিরিজ-টুর্নামেন্টই হচ্ছে দর্শক-শূন্য মাঠে। ব্যতিক্রম হবে না এই সিরিজও। দর্শক-শূন্য মাঠে আয়োজন হলেও এই সিরিজ দিয়ে আবারো ক্রিকেট ফিরছে পাকিস্তানে। সংক্রমণের শঙ্কা দূর করে স্বাস্থ্য বিধি মেনে সিরিজ আয়োজনের জন্য ইতোমধ্যে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের পরামর্শ নিয়েছে পাকিস্তান।
Also Read - বোলিংয়ে পুরনো ছন্দের খোঁজে সাইফউদ্দিন
জিম্বাবুয়ের জন্যও এটি মহামারী-পরবর্তী প্রথম সিরিজ। জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) সফরের জন্য সরকারের অনুমতি চেয়েছিল। বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জেডসি নিশ্চিত করেছে, পাকিস্তান সফরের জন্য সরকারের অনুমতি মিলেছে।
কো’রোনা ঝুঁকির কথা মাথায় রেখে বড় বহর নিয়েই পাকিস্তান সফরে যাবে জিম্বাবুয়ে। এক মাসেরও বেশি সময়ের এই সফরের শুরুতে থাকবে কোয়ারেন্টিন পর্ব। এরপর উভয় দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
৩০ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ নভেম্বর। তিনটি ম্যাচেরই ভেন্যু মুলতান। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। ম্যাচগুলো মাঠে গড়াবে ৭, ৮ ও ১০ নভেম্বর।
একনজরে জিম্বাবুয়ের পাকিস্তান সফরের সূচি
ওয়ানডে সিরিজ
তারিখ | ম্যাচ | ভেন্যু |
৩০ অক্টোবর ২০২০ | ১ম ওয়ানডে | মুলতান |
১ নভেম্বর ২০২০ | ২য় ওয়ানডে | মুলতান |
৩ নভেম্বর ২০২০ | ৩য় ওয়ানডে | মুলতান |
টি-টোয়েন্টি সিরিজ
তারিখ | ম্যাচ | ভেন্যু |
৭ নভেম্বর ২০২০ | ১ম টি-টোয়েন্টি | রাওয়ালপিন্ডি |
৮ নভেম্বর ২০২০ | ২য় টি-টোয়েন্টি | রাওয়ালপিন্ডি |
১০ নভেম্বর ২০২০ | ৩য় টি-টোয়েন্টি | রাওয়ালপিন্ডি |
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।