Scores

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বিসিবি একাদশ

ত্রিদেশীয় সিরিজের মূল লড়াই শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি একাদশ।

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের বাংলাদেশ দলে থাকা চার ক্রিকেটারকে রাখা হয়েছে প্রস্তুতি ম্যাচের দলে। সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিনের সাথে দুই তরুণ ক্রিকেটার আফিফ হোসেন ও ইয়াসিন আরাফাতকে ম্যাচ প্র্যাক্টিসে প্রস্তুত করে নিতেই রাখা হয়েছে এ ম্যাচের দলে।

জাতীয় দলে জায়গা পাওয়া এ চার ক্রিকেটারের সাথে একঝাঁক তরুণ ক্রিকেটারের সমন্বয়ে সাজানো হয়েছে বিসিবি একাদশ। দলে রয়েছেন ওপেনার সাইফ হাসান ও নাইম শেখ। তাছাড়া দলে রাখা হয়েছে আরিফুল হক, ইয়াসির আলি রাব্বিদের বিশেষজ্ঞ কোনো স্পিনার না থাকলেও দলে রাখা হয়েছে চার পেসার। সাইফউদ্দিন-ইয়াসিনদের সাথে প্রস্তুতি ম্যাচে পেস আক্রমণ সামলানোর দায়িত্ব থাকছে সুমন খান ও শফিকুল ইসলামদের কাঁধে।

Also Read - অগাধ আস্থা লোয়ার অর্ডারে!


উল্লেখ্য, প্রস্তুতি ম্যাচে স্কোয়াডে থাকা সকল ক্রিকেটারকেই পরখ করে নিতে পারবে উভয় দল। তবে ব্যাট করার সুযোগ পাবেন নির্দিষ্ট ১১জন ব্যাটসম্যান।

জিম্বাবুয়ে দল:
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রেজিস চাকাভা, রিচমন্ড মুতুম্বানি, শন উইলিয়ামস, নেভিল মাদজিভা, টিনোটেন্ডা মুতোম্বদজি, টনি টনি মুনিয়োঙ্গা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা, ক্রিস্টফার এমপফু, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, এন্সেলে এন্ডলভ, টিমিসেন মারুমা, রায়ান বার্ল।

প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ: সাইফ হাসান, নাইম শেখ, সাব্বির রহমান, আফিফ হোসেন, ইয়াসির আলী, সাব্বির হোসেন, আরিফুল হক, সুমন খান, ইয়াসিন আরাফাত মিশু, শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, জাকের আলী (উইকেটরক্ষক), মোহাম্মদ সাইফউদ্দীন।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

বাংলাদেশের পথে হাঁটল আয়ারল্যান্ডও

এত ভালো করার প্রত্যাশা খোদ লিটনেরই ছিল না!

ইতিহাস গড়ে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ বাংলাদেশের

তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

তামিমসহ একাধিক পরিবর্তনের সম্ভাবনা বাংলাদেশ একাদশে