Scores

জিম্বাবুয়ে দলে ক’রোনার হানা

পাকিস্তান সফরে গিয়েও ভাইরাসের ভয়ে তটস্থ থাকতে হচ্ছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলকে। এতদিন দলটির ক্রিকেটার-কোচরা ক’রোনা ভাইরাসের স্পর্শমুক্ত থাকলেও সফরের প্রাক্বালে করা নমুনা পরীক্ষার ফলাফলে চার সদস্যের দেহে মিলেছে ছোঁয়াচে ভাইরাসটির উপস্থিতি। যদিও আক্রান্ত চারজনের কেউই সফরকারী বহরে নেই। 

পাকিস্তান সফরের আগে জিম্বাবুয়ে দলে ভাইরাসের হানা

এদের মধ্যে দুইজন ক্রিকেটার। তারা হলেন- রেগিস চাকাভা ও টিমিসেন মারুমা। তারা পাকিস্তান সফরের জন্য ঘোষিত ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ছিলেন। যদিও ২০ সদস্যের মূল স্কোয়াডে না থাকায় ভাইরাস শনাক্তকালে অন্য খেলোয়াড়দের চেয়ে আলাদা ছিলেন। দুইজনই স্ট্যান্ডবাই হিসেবে সফরে যাওয়ার সম্ভাবনা থাকলেও তাতে ভাঁটা পড়েছে ক’রোনা আক্রান্তের খবরে।

Also Read - তামিম-লিটনদের ব্যর্থতা নিয়ে চিন্তিত নন ডমিঙ্গো


এই দুই ক্রিকেটার ছাড়াও ক’রোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই সাপোর্ট স্টাফ। তারা দেশে ক্রিকেটারদের ক্যাম্পে কাজ করছিলেন। জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।

ক’রোনা শনাক্ত হওয়ার আগে প্রাথমিক স্কোয়াডের ক্যাম্প চলাকালে চাকাভা ও মারুমা অন্য সদস্যদের সাথেই ছিলেন। তাই পৃথক থাকা অবস্থায় ভাইরাসের উপস্থিতি পাওয়া গেলেও সাবধানতাবশত মূল স্কোয়াডের সব সদস্য ও কোচিং স্টাফদের ক’রোনা শনাক্তের পরীক্ষা হয়। তাতে সাপোর্ট স্টাফের দুই সদস্যের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

আগামী মঙ্গলবার সফরকারী দলের সব সদস্যের নমুনা সংগ্রহ করে আরও একবার পরীক্ষা করা হবে। এদিনই শেষ হবে জিম্বাবুইয়ানদের কোয়ারেন্টিনের মেয়াদ। এরপর ক’রোনা নেগেটিভ সনদ নিয়ে ক্রিকেটাররা যোগ দেবেন অনুশীলনে।

পাকিস্তানের মাটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। ৩০ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ নভেম্বর। তিনটি ম্যাচের ভেন্যুই মুলতান। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। ম্যাচগুলো মাঠে গড়াবে ৭, ৮ ও ১০ নভেম্বর।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

‘৬’ জন আক্রান্তের পর পাকিস্তান দলে ফের করোনার হানা

নিরাপত্তা ভেঙে অস্ট্রেলিয়ার মাঠে দর্শকের প্রবেশ

ডু প্লেসিকে ছাপিয়ে আলো কেড়ে নিলেন বেয়ারস্টো

খেলার টানে বাবার দাফনে গেলেন না খুশদিল

২০২২ পর্যন্ত স্থগিত হলো ইংল্যান্ডের একটি সিরিজ