
জিম্বাবুয়ে সফর নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান। আগামী দুই দিনের মধ্যে সফরের দল ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ের করোনা পরিস্থিতি নাজুক হওয়ায় দেশটির সরকার সব ধরনের খেলাধুলা বন্ধ করেছে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের জিম্বাবুয়ে সফর মাঝপথেই থমকে যায়। এসব কারণে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর নিয়ে জেগেছিল শঙ্কা।
তবে আকরাম জানিয়েছেন, জিম্বাবুয়ে সফর শতভাগ নিশ্চিত। তিনি বলেন, “ওরা আমাদের সূচিও দিয়ে দিয়েছে। কথাবার্তা অনেকটা এগিয়ে গেছে। আল্লাহর রহমতে সফর শতভাগ নিশ্চিত। পরিস্থিতি খারাপ হলে ভিন্ন কথা। এখন পর্যন্ত সবকিছু ইতিবাচক আছে। এখনও নেতিবাচক কিছু বলেনি।”
“একটু সংশয়ে ছিলাম। যেহেতু দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল সিরিজের মাঝখানে ফেরত চলে গেছে। কিন্তু আমাদের ক্ষেত্রে ওরা সবসময় ইতিবাচক। আশা করছি ২৮-২৯ তারিখ টেস্ট দল পাঠাব। দুই দিনের মধ্যেই দল দিয়ে দিব।”
এই মাসের শেষভাগে টেস্ট দল উড়াল দেবে জিম্বাবুয়েতে। দীর্ঘ কোয়ারেন্টিনের কড়াকড়ি নেই বলে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল যাবে টেস্ট দলের পর, পৃথকভাবে। ডিপিএলে ব্যস্ত ক্রিকেটাররা টি-টোয়েন্টি ফরম্যাট থেকে যেন টেস্টে মানিয়ে নিতে পারেন, এজন্য প্রস্তুতি ম্যাচের আয়োজন থাকছে। তবে সেই দলে প্রতিপক্ষ হবে কারা- তা এখনও চূড়ান্ত নয়।
আকরাম বলেন, “ওরা কোয়ারেন্টিন এক দিন রেখেছে। দল বায়োবাবলে থাকবে। যেহেতু কোয়ারেন্টিন এক দিনের, তাই তিন ফরম্যাটের দল দুই ভাগে যাবে।”
“প্র্যাকটিস ম্যাচ নিয়ে কথাবার্তা চলছে। এতদিন তো আলাপ-আলোচনা করেছি যাব কি না এ নিয়ে। এখন প্র্যাকটিস নিয়ে আলোচনা হচ্ছে। এজন্যই দল দিতে একটু দেরি করছি। ওরা কি আমাদের কোনো দল দিবে নাকি নিজেদের মধ্যে খেলতে হবে এটা আজকের মধ্যে আশা করছি জানিয়ে দিবে।”– বলেন তিনি।