Scores

জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি শুরু

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টেস্ট সিরিজকে সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক প্রস্তুতি।

জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি শুরু

সোমবার (১৫ অক্টোবর) হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই প্রস্তুতি পর্ব শুরু হয়। সকাল নয়টায় রিপোর্টিং শেষে সাড়ে নয়টা থেকে কোচদের অধীনে প্রস্তুতিতে যোগ দেন ক্রিকেটাররা।

জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি শুরুএশিয়া কাপ শেষে প্রায় ১৭ দিনের বিশ্রামের পর অনেক ক্রিকেটারই প্রথমবারের মত ফিরেছেন মাঠে। কেউ কেউ অবশ্য ব্যস্ত ছিলেন জাতীয় ক্রিকেট লিগে। মিরপুরের মূল মাঠ, ইনডোর এবং আউটডোরে সোমবার তিন ভাগে বিভক্ত হয়ে স্কিল অনুশীলন করেন ক্রিকেটাররা। সাড়ে বারোটার পর এক ঘণ্টার বিরতি শেষে দুপুর দেড়টা থেকে শুরু হয় জিম সেশন। জিম শেষে দুপুর সাড়ে তিনটায় প্রথম দিনের মত অনুশীলন শেষ করেন মাশরাফি-মাহমুদউল্লাহ-মুশফিকরা।

Also Read - এবার আইসিসি সভা থেকে বাদ বিসিসিআই সিইও

অবশ্য ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের দলের সবাই এদিন ছিলেন না, উপস্থিত ছিলেন ১৩ জন। পেসার রুবেল হোসেন ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ছিলেন না প্রস্তুতি পর্বের প্রথম দিনে। দুজনই ভুগছেন ভাইরাল জ্বরে। অনুপস্থিতি ছিল কোচদের তালিকায়ও। ট্রেনার মারিও ভিল্লাভারায়ন চোখের ইনফেকশনে ভুগছেন বলে যোগ দিতে পারেননি এদিন।

জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি শুরুওয়ার্মআপ শেষে জাতীয় ক্রিকেট একাডেমির নেটে ব্যাট হাতে ঘাম ঝরান মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুনরা। দুই বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও সুনীল যোশির উপস্থিতিতে তাদের বল করছিলেন স্কোয়াডে থাকা বোলাররাই। সেন্টার উইকেটেও সিঙ্গেল রোটেটের মাধ্যমে অনুশীলন চালিয়েছেন ব্যাটসম্যানরা। প্রধান কোচ স্টিভ রোডসের নির্দেশে ব্যাটসম্যানরা শট হাঁকিয়েছেন মাঠের নিধারিত এরিয়ায়।

এছাড়া দৌড়ে রান নেওয়ার ব্যাপারে বেশ কিছুক্ষণ পাঠ্য নিয়েছেন ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি।

উল্লেখ্য, স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচের পৃথক দুটি সিরিজ খেলতে আগামী মঙ্গলবার (১৬ অক্টোবর) বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে জাতীয় দল।

আরও পড়ুন: সাকিবের বিকল্প হওয়ার ভাবনা নেই রাব্বির

Related Articles

ওয়ানডে মর্যাদার দিকে এক ধাপ এগিয়ে গেল ওমান

ইংলিশ ভদ্রলোক-ভদ্রমহিলাদের মুখ বন্ধ করতে চান স্টার্ক

ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন শাদাব

স্ত্রীকে সঙ্গে নিতে পারবেন না পাকিস্তানিরা!

‘বিশ্বাস ফিরিয়ে আনা’র লড়াইয়ে ব্যস্ত সৌম্য