Scores

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দলের নতুন স্পন্সর

আনুষ্ঠানিক কোনো স্পন্সর ছাড়াই রাওয়ালপিন্ডি টেস্ট খেলার পর অবশেষে জিম্বাবুয়ে সিরিজে স্পন্সরের খোঁজ পেল বিসিবি। তবে নতুন এই স্পন্সর প্রতিষ্ঠান শুধু জিম্বাবুয়ে সিরিজেই থাকছে। এক টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের ‘গর্বিত স্পনসর’ হিসেবে থাকছে বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের স্যাটেলাইট টিভি সেবাদানকারী প্রতিষ্ঠান ‘আকাশ ডিটিএইচ’।

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দলের নতুন স্পন্সর

গত ৮ জানুয়ারি নতুন স্পন্সরের জন্য চুক্তির দরপত্র আহ্বান করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২৬ জানুয়ারি পর্যন্ত দর প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হলেও এই সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠানই স্পন্সর হতে আগ্রহ দেখায়নি।

Also Read - আর কয় বছর খেলে যাবেন, জানালেন কোহলিএরপর সময় বাড়ানো হলেও নতুন স্পন্সর খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাকে। অবশেষে জিম্বাবুয়ে সিরিজে জাতীয় দলের স্পন্সর হিসেবে দায়িত্ব পেয়েছে আকাশ ডিটিএইচ।

চুক্তি অনুযায়ী, জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দলের জার্সিতে শোভা পাবে স্পন্সর প্রতিষ্ঠানটির লোগো।

২০১৮ সালের আগস্টে হুট করেই দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর রবির সাথে বিসিবির স্পন্সরশিপ চুক্তি বাতিল হয়। ঐ বছরের ১ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ দলের স্পন্সর হিসেবে ছিল ইউনিলিভার (লাইফবয়)। এরপর গত ১ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ মার্চ সময়সীমা পর্যন্ত নতুন করে স্পন্সর খুঁজছে বিসিবি। যদিও এই দীর্ঘ সময় স্পন্সর হতে কেউই আগ্রহ দেখায়নি।

প্রসঙ্গত, আগামী ২২ ফেব্রুয়ারি ঢাকা টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিপাক্ষিক লড়াই। মিরপুরে টেস্ট শেষে সিলেটে মাঠে গড়াবে তিনটি ওয়ানডে। এরপর আবারো মিরপুরে অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

বিপিএলের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা