Scores

‘জুনিয়র’ সতীর্থদের মুস্তাফিজের ‘দাওয়াই’

মুস্তাফিজুর রহমানের নামের আগে এখনও ‘তরুণ’ শব্দটি ব্যবহার করা যায়। তবে জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই পেসারকে কম বয়সেই নিতে হয়েছে বড় দায়িত্ব। একদিনের ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বল ছুঁড়লেও টেস্ট ক্রিকেটে মুস্তাফিজই এখন দেশসেরা। আর নিউজিল্যান্ডের মত কঠিন পরিবেশে তিন ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দলের চার পেসারের নেতা হিসেবে ভূমিকা পালন করতে হচ্ছে তাকেই।

‘জুনিয়র’ সতীর্থদের মুস্তাফিজের ‘দাওয়াই’-

বয়স বিবেচনায় হয়ত ‘সিনিয়র’ নন। তবে অভিজ্ঞতা, দক্ষতা কিংবা পরিসংখ্যান মুস্তাফিজকেই এগিয়ে রাখছে। সেই বিবেচনায় স্কোয়াডের বাকি তিন সদস্য আবু জায়েদ চৌধুরী রাহী, খালেদ আহমেদ ও এবাদত হোসেন মুস্তাফিজের জুনিয়র। সেই জুনিয়রদের মুস্তাফিজ দিয়েছেন ভালো করার দাওয়াই।

Also Read - আরিফুলের ঝড়ো অর্ধশতক, লড়াকু সংগ্রহ প্রাইম ব্যাংকের


মুস্তাফিজের পরামর্শ পেয়ে বাকি তিন পেসার যে খুশি, সেটি স্পষ্ট এবাদতের কথায়ই। সংবাদমাধ্যমের সাথে আলাপকালে উদীয়মান এই পেসার বলেন, ‘মুস্তাফিজের কিন্তু ওয়ানডে, টেস্ট এবং টি টোয়েন্টিতে অনেক অভিজ্ঞতা আছে। আমি, খালেদ এবং রাহী তাকে জিজ্ঞেস করেছিলাম কোন লেন্থে বল করলে ভালো হবে।’

সিলেটের তিন পেসারের প্রশ্নে সাতক্ষীরার ছেলে মুস্তাফিজ কী উত্তর দিয়েছেন? এবাদত জানান, ‘সে যেটি বললো যে উইকেটে নতুন বলের ব্যবহার আসলে অনেক গুরুত্বপূর্ণ। আর যত ধারাবাহিকভাবে বল করা যায়।’

শুধু ধারাবাহিক বোলিং কিংবা নতুন বলের ব্যবহারের কথাই নয়, মুস্তাফিজ পরামর্শ দিয়েছেন ওভারের বলগুলির বিভিন্ন ধরনে বণ্টনের বিষয়েও। এবাদত বলেন, ‘মুস্তাফিজ আরেকটি বিষয় বললো যে আমরা ওভারে যে ছয়টি বল পাই সেখানে আমরা চারটি বল ধারাবাহিকভাবে করবো আর দুটি বল আমরা চেষ্টা করবো যেন উইকেট টেকিং হয়।’

নিউজিল্যান্ডের অচেনা কন্ডিশনে প্রায় এক সপ্তাহর প্রস্তুতি কি যথেষ্ট? এবাদত জানালেন, ‘ভালো লাগছে যে আমরা ছয় সাতদিন যে অনুশীলন করলাম ক্রাইস্টচার্চে সেখানে একটু উইন্ডি এবং ঠান্ডা ছিলো। এখানে আসলে কন্ডিশনের সাথে মানিয়ে নেয়া বেশ কঠিন। তবে শেষ পর্যন্ত ভালোই হয়েছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

কবে আসবে পেসারদের দিন?

‘অবহেলিত’ রাহীকে নিয়ে প্রশ্ন, বিব্রত প্রধান নির্বাচক

বিশ্বকাপ টিম প্রিভিউ: বাংলাদেশ

নিউজিল্যান্ডে খালেদ-রাহী-এবাদতের কথা বুঝতেন না টাইগাররা!

মাশরাফির দেওয়া ‘আত্মবিশ্বাসে’ই রাহীর বাজিমাত