Scores

‘জেতা ছাড়া আর কোনো উপায় নেই’

বঙ্গবন্ধু বিপিএলে শেষ হয়েছে লিগ পর্বের খেলা। এলিমিনেটরের ম্যাচে আগামীকাল (সোমবার) মাঠে নামবে দুই দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ঢাকা প্লাটুন। কোয়ালিফায়ারে উঠার এই লড়াইয়ে প্রতিযোগীতামূলক একটা ম্যাচ আশা করছেন চট্টগ্রামের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

টুর্নামেন্টের নিয়মানুযায়ী লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের তিন এবং চার নম্বর দলকে খেলতে হবে এলিমিনেটর পর্ব। নক-আউটের এ ম্যাচ জিতে পরবর্তী ধাপে যেতে হবে ঢাকা অথবা চট্টগ্রামকে। এই ম্যাচকে সামনে রেখে আজ মিরপুরের অ্যাকাডেমি মাঠে একাই অনুশীলন সারলেন সোহান।

Also Read - ১৪ সেলাই নিয়েও খেলতে চান মাশরাফি!


অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সোহান বলেন, ‘ঢাকা অনেক শক্তিশালী দল। আমরা তাদের বিপক্ষে দুটি ম্যাচে জিতেছি। আমার মনে হয় পরবর্তী ম্যাচে যারা ভালো খেলবে, নিজেদের কাজগুলো ঠিকভাবে করতে পারবে তারাই জিতবে। দুইটা দলই ভালো, আশা করি প্রতিযোগীতামূলক ম্যাচ হবে।’

তবে মাঠের লড়াইয়ে প্রতিযোগিতা হলেও জয় ছাড়া বিকল্প ভাবছেন না সোহান। একটা একটা করে ম্যাচ নিয়ে চিন্তা করে টুর্নামেন্টের ফাইনালে চোখ রাখছেন তিনি, ‘আমরা অনেক ম্যাচে টিম হিসেবে খেলার কারণে জিততে পেরেছি। যদি ফাইনাল ধরি আমাদের হাতে তিনটি ম্যাচ থাকবে। তিনটা চিন্তা না করে একটা একটা চিন্তা করাই ভালো। কালকে ঢাকার বিপক্ষে পরবর্তী ম্যাচ, আমার মনে হয় ফুল ফোকাসটা এখানেই দেয়া উচিত।’

‘আমরা যেহেতু নক আউট স্টেজে এসে গেছি জেতা ছাড়া আর কোনো অপশন নেই আমাদের। দুইটা ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। জেতা ছাড়া আর কোনো উপায় নেই।’ সাথে যোগ করেন সোহান।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বর্ণবৈষম্যের প্রতিবাদে সরব চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

রিয়াদ-ইমরুলের সাথে সিমন্সদের লাইভ আড্ডা

রিয়াদ-গেইলদের স্বাক্ষর করা ব্যাটের নিলাম শুরু

নিলামে গেইল-রিয়াদদের স্বাক্ষরিত ব্যাট

এখনো মাঠে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স