Scores

জেসন রয়কে দলে ভেড়াল সিলেট সিক্সার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের মাঝপথে ইংলিশ ক্রিকেটার জেসন রয়কে দলে ভিড়িয়েছে সিলেট সিক্সার্স। 

এখন পর্যন্ত পাঁচ ম্যাচের দুইটিতে জয় পাওয়া সিলেট আজ (১৭ জানুয়ারি) শুনেছে দুঃসংবাদ। দলটির নিয়মিত অধিনায়ক ডেভিড ওয়ার্নার পড়েছেন ইনজুরিতে।  রংপুরের বিপক্ষে ম্যাচে কনুইয়ের ইঞ্জুরির শিকার হোন ওয়ার্নার। যার ফলে দেশে ফিরতে হবে তাকে। তবে বাংলাদেশ ছাড়ার পূর্বে আরও দুইটি ম্যাচ খেলবেন এই অজি ক্রিকেটার।

এদিকে ওয়ার্নারের ঘাটতি পূরণের জন্য দলটি ইংলিশ ক্রিকেটার জেসন রয়কে স্কোয়াডে ভিড়িয়েছে। টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে পরিচিত জেসন রয় এখন পর্যন্ত ৩২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২৩.২১ গড়ে রান করেছেন ৭৪৩। স্ট্রাইকরেট ১৪৫.১১। দেশের হয়ে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে হাঁকিয়েছেন ৪টি অর্ধশতক। সর্বোচ্চ স্কোর ৭৫।

Also Read - বিপিএল খেলতে বাংলাদেশে পারনেল


এর বাইরে দুনিয়াব্যাপি টি-টোয়েন্ট লিগে দেখা যায় জেসন রয়কে। এখন পর্যন্ত ১৮৮টি ম্যাচের মাঝে ১৮৪ ইনিংসে ব্যাট করে ২৭.৫১ গড়ে রান করেছেন ৪৮১৫। স্ট্রাইকরেট ১৪৬। ৩১টি অর্ধশতকের পাশাপাশি আছে ৪টি শতক। সর্বোচ্চ স্কোর অপরাজিত ১২২।

অন্যদিকে আজ আরও এক বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে সিলেট সিক্সার্স। মূলত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ইমরান তাহিরের জায়গায় ড্রাফট থেকে তারা দলে ভিড়িয়েছেন আরেক প্রোটিয়া ক্রিকেটার ওয়েন পার্নেলকে। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে একদিনের সিরিজে অংশ নিতেই বিপিএল ছাড়তে হচ্ছে ইমরান তাহিরকে। এবারের বিপিএলে একটি ম্যাচেও মাঠে নামা হয়নি এই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের।

 

এক নজরে সিলেট সিক্সার্স স্কোয়াডঃ

ডেভিড ওয়ার্নার ,লিটন দাস, নাসির হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকের আলী, মেহেদি হাসান রানা, সোহেল তানভির, নিকোলাস পুরান, মোহাম্মদ নাওয়াজ, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, ওয়েন পারনেল, জেসন রয়।

[আরও পড়ুনঃ বিপিএল খেলতে বাংলাদেশে পারনেল]

Related Articles

আইপিএলে দল পেলেন জেসন রয়

আর্চার-রয়দের সামনে ভারতের অসহায় আত্মসমর্পণ

আইপিএলে দল না পাওয়া খুবই লজ্জাজনক : রয়

ইংল্যান্ডের ওয়ানডে দলে যুক্ত হলেন রয়

আইপিএলে রয়ের বদলি স্যামস