Scores

জৈব সুরক্ষার বলয় ভেঙে বিপদ ডেকে আনলেন চেন্নাইয়ের পেসার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম ক্রিকেটার হিসেবে জৈব সুরক্ষার বলয় ভেঙেছেন চেন্নাই সুপার কিংসের পেসার কেএম আসিফ। জৈব সুরক্ষার বলয় ভেঙে নিজের উপর বিপদই ডেকে এনেছেন চেন্নাইয়ের এ পেসার।

ক’রোনা ভাইরাসের কারণে এইবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। তবে সেখানেও যে ক’রোনার প্রকোপ নেই তা নয়। ক’রোনার মধ্যে ক্রিকেটারদের অনেক নিয়মের মধ্যে থাকতে হচ্ছে। এবারের আইপিএলেও নিয়ম নিয়ে ক্রিকেটারদের সতর্ক করেছে।

Also Read - আইপিএলে নিয়ম না মেনে চলছে বলে থুতুর ব্যবহার!


তবে এবার সেই নিয়মের তোয়াক্কা না করে বিপদেই পড়েছেন চেন্নাই সুপার কিংসের পেসার কেএম আসিফ। রুমের চাবি হারিয়ে ফেলায় হোটেলের রিসেপশনে গিয়ে চাবি নিতে গিয়ে জৈব সুরক্ষার বলয় ভাঙেন চেন্নাইয়ের এ পেসার। আইপিএলের নিয়ম ভাঙায় ৬ দিনের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে কেএম আসিফকে। এই কর্মকর্তা জানান,

“যদিও এটি অনিচ্ছাকৃত ভুল তার তবুও নিয়মের ঊর্ধ্বে কেউ নয়। আইপিএলের নিয়ম ভাঙায় ৬ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তাকে।”

এই যাত্রায় বড় বিপদ থেকে বেচে গেছেন চেন্নাইয়ের এ পেসার। নিয়ম অনুযায়ী প্রথমবার নিয়ম ভাঙলে ৬ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। একই ভুল দ্বিতীয়বার করলে সেক্ষেত্রে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবে ওই ক্রিকেটার। তৃতীয়বার একই ভুল করলে পুরো আইপিএল থেকেই বাদ পড়বেন। এমনকি তার পরিবর্তে নেওয়া যাবে না কোন বদলি ক্রিকেটারও।

এই বছর আইপিএলে এখনো পর্যন্ত মাঠে নামা হয়নি আসিফের। চেন্নাইয়ের হয়ে সর্বমোট দুই ম্যাচ খেলে পেয়েছেন তিন উইকেট। নিয়ম ভাঙায় চেন্নাইয়ের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষা আরও দীর্ঘ হলো আসিফের।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

বিফলে গেল ক্রিস গেইলের ‘৯৯’

বুমরাহ-সূর্যের নৈপুণ্যে মুম্বাইয়ের জয়

বিশাল জয় বাঁচিয়ে রাখল হায়দরাবাদের আশা

আইপিএল : পরের বছরও চেন্নাইয়ের নেতৃত্বে থাকছেন ধোনি!

বাবা হারানোর শোক নিয়ে খেললেন পাঞ্জাবের ক্রিকেটার