Scores

জোরালো হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ বাতিলের দাবি!

টেস্ট খেলুড়ে দেশগুলোকে ক্রিকেটের ‘অভিজাত শ্রেণি’ ধরা হলেও সেখানেও ‘শ্রেণীকরণ’ হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মাধ্যমে। টেস্ট ক্রিকেটকে বৈশ্বিক প্রতিযোগিতার স্বাদ এনে দিতে যে দেশগুলো উচ্চবাচ্য করেছিল, তারাই অবশ্য এখন চ্যাম্পিয়নশিপ বাতিলের দাবি জানাচ্ছে!

তারাই এবার জানাচ্ছে চ্যাম্পিয়নশিপ বাতিলের দাবি!

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ‘তিন মোড়ল’ তত্ত্ব সফল না হলেও বিশ্ব ক্রিকেটে এই তিন দেশের প্রভাব অস্বীকার করার সুযোগ নেই। তবে ভারতের বোর্ড বিসিসিআই, ইংল্যান্ডের বোর্ড ইসিবি ও অস্ট্রেলিয়ার বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এখন চ্যাম্পিয়নশিপ বাতিল করার পাশাপাশি ভবিষ্যতের জন্য প্রস্তাবিত ওয়ানডে লিগের পরিকল্পনা থেকে সরে আসার দাবিও জানাচ্ছে।

Also Read - আইসিসির স্মৃতিচারণে রিয়াদের বিরল রেকর্ডবোর্ডগুলোর এমন দাবি রাজস্বের কথা ভেবে। দ্বিপাক্ষিক সিরিজে লভ্যাংশ যেমন হয়, আইসিসির বৈশ্বিক আসরগুলোর ক্ষেত্রে তা অনেকটাই কমে যায়। আইসিসি বৈশ্বিক আসরের দিকে ঝুঁকতে থাকায় দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সুযোগ কমছে। এতে করোনাভাইরাসের কারণে যেসব দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হয়েছে, সেগুলোর নতুন সূচি নির্ধারণও দুরূহ হয়ে পড়বে।

বিসিসিআই, ইসিবি ও সিএ তাই আইসিসিকে জানিয়েছে বৈশ্বিক ইভেন্ট বাতিলের দাবি। আরও কিছু বোর্ড তাদের এই দাবিতে সায় জানালেও উদ্যোগটা মূলত ইসিবির, যা জোরালো হয়েছে বাকি দুই ‘মোড়ল’ এর সমর্থনে।

 

করোনায় খেলাধুলা বন্ধ থাকায় টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি এলোমেলো হয়ে গেছে। এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলেরও তিনটি টেস্ট স্থগিত হয়েছে, যার একটি ছিল পাকিস্তানের মাটিতে এবং অপর দুটি দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

টেস্ট চ্যাম্পিয়নশিপকে সবচেয়ে বেশি দুরুত্বের সাথে দেখছিল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াই। পারফরম্যান্স বিবেচনায়ও এগিয়ে ছিল। তবে এই তিন দলই অনাস্থা জানানোয় আইসিসির পক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরদাঁড়া সোজা রাখা কঠিন হতে পারে!

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সরে দাঁড়ালেন শশাঙ্ক মনোহর

এলিট প্যানেলে ভারতীয় আম্পায়ার, বাদ পড়লেন লং

পাল্টাপাল্টি কথার লড়াইয়ে মেতেছে ভারত-পাকিস্তান

আইসিসির ভবিষ্যৎ তারকা পিনাক ঘোষ কতদূর গেলেন ক্যারিয়ারে?

ভারত-শ্রীলঙ্কা ম্যাচের ফিক্সিং তদন্তে আইসিসি