Scores

জ্যামাইকায়ও থাকবে সবুজ উইকেট!

অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ মূলত হেরে গেছে সবুজ উইকেটের কাছেই। ক্যারিবীয় দ্বীপ অঞ্চলের এই পেস বান্ধব উইকেটগুলোতে খেলার অভ্যাস খুব একটা নেই বাংলাদেশের। আর সেই সুযোগ কাজে লাগিয়ে স্বাগতিক বোলাররা বাংলাদেশের উইকেট শিকার করেছেন মুড়িমুড়কির মত।

বাংলাদেশের সামনে ইনিংস পরাজয়
ছবি: উইন্ডিজ ক্রিকেট

তবে বাংলাদেশের জন্য আপাতত অস্বস্তির খবর, জ্যামাইকা টেস্টেও থাকবে সবুজ উইকেট; ঠিক অ্যান্টিগার মতই। তবে সেটি অবশ্য প্রত্যাশাই করছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

ওয়ালশের বেড়ে ওঠা জ্যামাইকার এই সাবিনা পার্ককে ঘিরেই। এখানে খেলেই হয়ে উঠেছিলেন বিশ্ব ক্রিকেটের ত্রাস। এবার অবশ্য ওয়ালশ ঘরের মাঠে তথা নিজ দেশেই ‘অতিথি’। পেশাদার কোচের দল বাংলাদেশ তো সিরিজ খেলছে সফরকারীর ভূমিকায়! তবে নিজের শিষ্যরাও ভালো করবেন সবুজ উইকেটে- এমন প্রত্যাশা নিয়ে ওয়ালশ অপেক্ষা করছেন আবারও সবুজ উইকেটের দর্শন পাওয়ার।

Also Read - দিনের শুরুতেই লঙ্কান শিবিরে মুস্তাফিজের হানা


ওয়ালশ বলেন, অ্যান্টিগার মতই উইকেট হবে আশা করিউইন্ডিজের জন্য তো কার্যকর হয়েছেসবুজ সিমিং ও বাউন্সি উইকেট।’

ওয়ালশ যখন খেলতেন, তখন এমন দুর্ধর্ষ উইকেটের সুবিধা পেতেন পেসাররা। একটা সময় কমে গিয়েছিল পেসারদের সুবিধার মাত্রা। এখন আবারও ফিরে আসছে আগের অবস্থা। এতে যেন নিজের সমাপ্তি ঘটা ক্যারিয়ার দীর্ঘায়িত না করার আক্ষেপ জেগে উঠল ওয়ালশের!

তিনি বলেন, ভালো লাগছে যে উইন্ডিজে সেসব উইকেট আবার ফিরে আসছেমনে হয়, একটু দ্রুতই অবসর নিয়ে ফেলেছি!

সফরকারী দলের গুরু হয়ে ফিরলেও নিজের দেশে পা রাখা নির্দ্বিধায় আনন্দের। সেই আনন্দ যথারীতি ওয়ালশেরও। যদিও প্রথম টেস্ট বাজেভাবে হেরে শিষ্যরা সৃষ্টি করেছেন চাপ। সেই চাপ জয় করার মন্ত্র এখন আরও মনোযোগী হওয়া, ঘরে ফিরে ভালো লাগছেটেস্ট ম্যাচটির জন্য মুখিয়ে আছিএখানেও আশা করছি উইকেটে ঘাস থাকবে, বাউন্স থাকবে আমাদের আরও মনোযোগী হতে হবেধারাবাহিকভাবে ভালো বোলিং করতে হবেআমাদের ফাস্ট বোলারদের জন্য এটি আরেকটি ভালো সুযোগ।’

আরও পড়ুন: সেমিফাইনালে সালমাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সব ম্যাচ হেরে বিশ্বকাপ শেষ করলো আফগানরা

আফগানিস্তানের ম্যাচে পুলিশ মোতায়েন!

শাস্তি পেল শ্রীলঙ্কা ও উইন্ডিজ

পুরানের শতকের পরও পারল না ক্যারিবীয়রা

ক্যারিবীয়দের বিপক্ষে শ্রীলঙ্কার বিশাল সংগ্রহ