Scores

জ্যামাইকা টেস্টের জন্য উইন্ডিজ দল ঘোষণা

স্বাগতিক উইন্ডিজ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের জন্য ১৩ সদস্যের উইন্ডিজ দল ঘোষণা করেছে সিডব্লিউআই- ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

বোলারদের-কৃতিত্ব-দিচ্ছেন-হোল্ডার
ছবি: সিডব্লিউআই মিডিয়া

প্রথম টেস্টের দলের সাথে দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত দলে রয়েছে একটি পরিবর্তন। ডানহাতি পেসার কেমার রোচের বদলে দলে ডাক পেয়েছেন আলজারি জোসেফ। ২১ বছর বয়সী এই ডানহাতি পেসার উইন্ডিজ জাতীয় দলের হয়ে খেলেছেন ছয়টি টেস্ট।

প্রথম টেস্টে রাজসিক জয়ের পর দ্বিতীয় টেস্টে ড্র করলেই চলবে উইন্ডিজের; তাতেই নিশ্চিত হবে সিরিজ জয়। তবে হোম সিরিজের ট্রফি নিজেদের হাতে নিতে চাইলে এড়াতে হবে পরাজয়। আর তাই শক্তিশালী দলই থেকেছে অব্যাহত। ১২ জুলাই (বৃহস্পতিবার) জ্যামাইকার সাবিনা পার্কে শুরু হবে উইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট।

Also Read - ফাহিমার হ্যাটট্রিকে ৩৯ রানে অলআউট আরব-আমিরাত


দলের নেতৃত্বে থাকছেন যথারীতি জেসন হোল্ডার। তার নেতৃত্বাধীন একাদশে জায়গা পেতে নতুন ডাক পাওয়া আলজারি জোসেফকে লড়তে হবে ২০ বছর বয়সী পেসার কিমো পলের সাথে। অ্যান্টিগা টেস্টের শুরুতেই বাংলাদেশের মনোবল ভেঙে দেওয়া রোচের বদলি হিসেবে উইন্ডিজ চাইবে সেরা সম্ভাব্য পারফর্মারকেই। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় কিমো এবং আলজারি দুজনই আছেন প্রায় একই পাল্লায়। আর তাই প্রস্তুতি বা অনুশীলন সেশনই হয়ে উঠতে পারে দুজনের দলে সুযোগ পাওয়ার নিয়ামক।

এই টেস্টের মধ্য দিয়ে ১৪ বছর পর জ্যমাইকার মাটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। পরাজয়ের গ্লানি বয়ে এই ম্যাচে ভালো করাও কঠিন হবে বাংলাদেশের জন্য। কন্ডিশন, আত্মবিশ্বাস কিংবা সমর্থন- তিনটি বিষয়ই যে পক্ষে থাকবে স্বাগতিকদের!

দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত ১৩ সদস্যের উইন্ডিজ দল-

জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রেইগ ব্র‍্যাথওয়েট, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডাওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমেয়ার, আলজারি জোসেফ, শাই হোপ, কিমো পল, কাইরন পাওয়েল, ডেভন স্মিথ।

আরও পড়ুন: বাংলাদেশকে সুখবর দিলেন রোচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

অর্ধেক ফুসফুস নিয়েই ২২ গজ মাতাচ্ছেন ব্রড

নেই শুধু পাকিস্তান, টুইটারে পাকিস্তানিদের নিন্দার ঝড়

ডি ভিলিয়ার্সের পর স্মিথের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ

অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সফর চূড়ান্ত; স্কোয়াড ঘোষণা

আগেই ট্রফিতে লেখা হয় ‘ভারত’; কিন্তু জয়ী হয় পাকিস্তান