
নিজেদের চতুর্থ ম্যাচে নামিবিয়াকে ৪৫ রানের বড় ব্যবধানে হারিয়ে এবারের বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট দল৷ বড় ব্যবধানে ম্যাচ হারলেও বুক চিতিয়েই লড়েছে আইসিসির সহযোগী দেশ নামিবিয়া। ম্যাচ শেষে তাই তাদের উৎসাহ যোগাতে ভুলেননি পাকিস্তানি ক্রিকেটাররা৷

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সময়টা স্বপ্নের মতই কাটছে নামিবিয়ার৷ আটলান্টিক সাগরের তীরে অবস্থিত মাত্র ২০ লক্ষ জনসংখ্যার এই দেশটি ক্রিকেট সমর্থকদের ভূয়সী প্রশংসা কুঁড়িয়েছে তাদের লড়াকু মানসিকতার জন্য৷ আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসের মত দলকে হারিয়ে তারা জায়গা করে নেয় বিশ্বকাপের মূলপর্বে।
নামিবিয়ার মধুর সময় চলমান আছে বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ডেও। যেখানে বিশ্বকাপের মূলপর্বে দীর্ঘদিন ধরে জয় বঞ্চিত বাংলাদেশের মত টেস্ট খেলুড়ে দল, সেখানে নিজেদের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডকে হারিয়ে জয়ের দেখা পেয়েছে আইসিসির সহযোগী এই দেশটি। অথচ এই স্কটল্যান্ডের সাথে বাছাইপর্বে ম্যাচ হেরেছিল বাংলাদেশ।
#SpiritofCricket – Pakistan team visited Namibia dressing room to congratulate them on their journey in the @T20WorldCup#WeHaveWeWill | #T20WorldCup pic.twitter.com/4PQwfn3PII
— Pakistan Cricket (@TheRealPCB) November 2, 2021
মঙ্গলবার প্রথমে ব্যাট করে ১৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান৷ জবাব দিতে নেমে ১৪৪ রানে গুটিয়ে গেলেও, লড়াকু মানসিকতার জন্য সবার ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে নামিবিয়া। সেই প্রশংসার মিছিলে যোগ দিতে কার্পণ্য করেননি পাকিস্তানি ক্রিকেটাররাও৷
ম্যাচ শেষেই নামিবিয়ার ড্রেসিংরুমে ছুটে গিয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা৷ সেই দলে ছিলেন মোহাম্মদ হাফিজ, শাহীন শাহ আফ্রিদি, হাসান আলীর মত তারকারাও৷

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের অফিশিয়াল টুইটার একাউন্ট থেকে সেই সাক্ষাতের একটি ভিডিও পোস্ট করেছে৷ সেই ভিডিওতে দেখা যায়, পাকিস্তানি ক্রিকেটাররা আন্তরিকতার সাথে উৎসাহ যোগাচ্ছেন নামিবিয়া ক্রিকেট দলকে৷ এই সুযোগে পাকিস্তানি খেলোয়াড়দের সাথে ছবিও তুলে রেখেছেন নামিবিয়া দলের কিছু সদস্য৷
বিশ্বকাপের খেলা সরাসরি দেখতে ক্লিক করুন এখানে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।