Scores

জয় দিয়ে শেষ করতে চান মাহমুদউল্লাহ

গত বিপিএল ভালো কাটানোর পর এবার পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই বিপিএল শেষ করতে হবে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। এই আসরে জয় এসেছে মাত্র দুইটিতে। তাই এই আসরের শেষ ম্যাচটি জিততে টুর্নামেন্ট শেষ করতে চান টাইটান্স অধিনায়ক মাহমুদউল্লাহ।

কুমিল্লার রান-পাহাড়ের চাপে পিষ্ট খুলনা

এই আসরে একের পর এক ম্যাচে হারতে আছে খুলনা টাইটান্স। অন্যান্য আসরের তুলনায় এই আসরে বেশিই বাজে খেলেছে খুলনা। এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র দুইটিতে। একজন অভিজ্ঞ ক্রিকেটার ও দলের অধিনায়ক হিসেবে বিষয়টি মেনে নেওয়া অনেকটাই কঠিন। শুধু দলীয় পারফরম্যান্সই নয় নিজের পারফরম্যান্সেও যে হতাশ তিনি।

একের পর এক হারের পর ব্যাট হাতেও দলকে তেমন কিছু দিতে পারেননি মাহমুদউল্লাহ। টুর্নামেন্টে নিজেদের ১১তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৮০ রানের বড় ব্যবধানে হেরেছে খুলনা। হাতে বাকি একটি ম্যাচ। শেষ ম্যাচটা জয় দিয়েই শেষ করতে চাইবেন মাহমুদউল্লাহ। এছাড়াও পুরো টুর্নামেন্টে বাজে খেলার কারণও তুলে ধরেছেন তিনি। নিজেদের শেষ ম্যাচটি দলের জন্য হলেও জিততে চান খুলনার অধিনায়ক।

Also Read - নাচের ভিডিও ছড়িয়ে পড়ায় চটেছেন মেহেদী হাসান মিরাজ


“যখন কোন কিছুই আপনার পক্ষে যাবে না সেখান থেকে ইতিবাচক ব্যাপারগুলো নেওয়া কঠিন। আমার ও দলের জন্য কঠিন একটা আসর এটি। আপনি যদি আমাদের শেষ কয়েকটি ম্যাচ দেখেন তাহলে দেখবেন, আমাদের বোলিংয়ের শুরুটা ভালো হয়েছে কিন্তু সেটি পরে আর ধরে রাখতে পারেনি এবং প্রতিপক্ষ দল কখনো ২০০ কিংবা এর আশেপাশে রান করছে। রান তাড়ার খেত্রেও শুরুতে দ্রুত উইকেট হারালে মোমেন্টামও হারিয়ে যায়। আমাদের আরও একটি ম্যাচ বাকি আছে, শেষ ম্যাচটা সমর্থক ও দলের জন্য জিততে চাই।”

দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের সবার নিচে রয়েছে মাহমুদউল্লাহর খুলনা। ৪ জয় নিয়ে তার উপরে রয়েছে সিলেট সিক্সার্স। বিপিএলের এই আসরে নিজেদের শেষ ম্যাচটি খেলবে আগামী ২ ফেব্রুয়ারি। সেদিন খুলনার প্রতিপক্ষ শক্তিশালী ঢাকা ডাইনামাইটস।

আরও পড়ুনঃ নাচের ভিডিও ছড়িয়ে পড়ায় চটেছেন মিরাজ

Related Articles

‘ঘরের মাঠে’ বিপিএলের ম্যাচ চায় খুলনা টাইটান্স

বারবার বিপিএলের নিয়ম বদল: নাখোশ মাহেলা-মুডি

মুশফিক-তামিমদের চুক্তিও বৈধ নয়!

বাংলাদেশে খেলতে মুখিয়ে আছেন ওয়াটসন

বিপিএল মাতাতে আসছেন ওয়াটসন