██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

টনি-বাভুমার ব্যাটে শক্ত অবস্থানে দক্ষিণ আফ্রিকা

টনি-বাভুমার ব্যাটে শক্ত অবস্থানে দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত হয়েছে - 2024-08-09T11:16:47+06:00

আপডেট হয়েছে - 2024-08-09T11:16:47+06:00

ত্রিনিদাদ টেস্টের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকা। আট উইকেটের বিনিময়ে ৩৪৪ রান সংগ্রহ করেছে সফরকারী দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক টেম্বা বাভুমা।

টেম্বা বাভুমা

প্রথম দিনে মাত্র ১৫ ওভারে মাঠে গড়িয়েছিল। তবে দ্বিতীয় দিনে হয়েছে ১১৩ ওভার। প্রথম দিন এক উইকেটে ৪৫ রান নিয়েই শেষ হয়েছিল দিনের খেলা। দ্বিতীয় দিনে প্রথম আউট হন ত্রিস্টান স্টাবস। স্টাবস ও টনি ডি জর্জি গড়েন ৪৩ রানের জুটি। ২০ রান করে বিদায় নেন স্টাবস।

তারপর ৫১ রানের জুটি গড়েন বাভুমা ও টনি। উদ্বোধনী ব্যাটসম্যান টনি থামেন ৭৮ রান করে। ১৪৫ বলের ইনিংসটি শেষ হয় জোমেল ওয়ারিক্যানের বলে আউট হয়। টনির ব্যাট থেকে আসে সাতটি চার ও দুইটি ছক্কা।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

পরের উইকেটে ডেভিড বেডিংহামের সাথে ৫০ রানের জুটি গড়েন বাভুমা। ডেভিড আউট হওয়ার মাধ্যমে ভাঙে সেই জুটি। তার ব্যাট থেকে আসে ৪৫ বলে ২৯ রান।



তার পরের উইকেটেও অর্ধশত রানের জুটি পায় দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলটনকে নিয়ে বাভুমা গড়েন ৫৭ রানের জুটি। রায়ান আউট হন ১৯ রান করে। ওদিকে ব্যক্তিগত অর্ধশতক তুলে শতকের পথে এগোতে থামেন বাভুমা।

তবে তিন অঙ্ক স্পর্শ করতে পারেননি দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। জেইডেন সিলসের বলে হন এলবিডব্লিউ। তার আগে করেন ৮৬ রান। ১৮২ বলের ইনিংস খেলেন তিনি। বাভুমার ব্যাট থেকে আসে সাতটি চার ও একটি ছক্কা।

এরপর কাইল ভেরেইন ৮৭ বলে ৩৯ রান করেন। আটটি উইকেট হারিয়ে ৩৪৪ রান নিয়ে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে আছেন ভিয়ান মুল্ডার ও কেশব মহারাজ। মুল্ডার ৭৬ বলে ৩৭ রানে অপরাজেয় আছেন।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওয়ারিক্যান তিনটি এবং রোচ ও সিলস দুইটি করে উইকেট শিকার করেছেন।


একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.