Scores

টসে এলেন না ইমরুল

বঙ্গবন্ধু বিপিএলের শুরুতেই মিলল চমকের দেখা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের অনুপস্থিতিতে দলটির অধিনায়ক হওয়ার কথা ইমরুল কায়েসের। তবে প্রথম ম্যাচে ইমরুল অধিনায়কত্ব করছেন না।

টসে এলেন না ইমরুল

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেট থান্ডারের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলটির পক্ষে টস করতে এসেছিলেন রায়াদ এমরিট। যদিও জানা গিয়েছিল- রিয়াদের অনুপস্থিতিতে নেতৃত্বে থাকবেন গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা জেতানো অধিনায়ক ইমরুল।

Also Read - এবার দূষণের কবলে শেফিল্ড শিল্ডঅন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়ার পরও ইমরুলের হাতে নেতৃত্বের বন্ধন তুলে না দেওয়ায় অবাক হয়েছেন অনেকেই।

ভারত সফরে জাতীয় দলের হয়ে টেস্ট খেলার সময় চোটে পড়েন চট্টগ্রামের মূল অধিনায়ক রিয়াদ। ইডেন গার্ডেনে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সময় মাঠ ছাড়তে হয়েছিল ব্যথায়। তারপর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন রিয়াদ। রানিং, অনুশীলন করলেও বিপিএলের শুরু থেকে তার মাঠে নামা হচ্ছে না। কারণ সেই হ্যামস্ট্রিং ইঞ্জুরি।

গত ১৭ নভেম্বরের প্লেয়ার্স ড্রাফটে ‘এ প্লাস’ ক্যাটাগরি থেকে রিয়াদকে দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অনুমিতভাবেই দলটির অধিনায়কত্বের গুরুদায়িত্বও দেয়া হয়েছে তাকে। তবে যেহেতু তিনি প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না তাই তার অনুপস্থিতিতে আরেকজন অধিনায়ক বেছে নিতেই হয়েছে চ্যালেঞ্জার্সকে।

তবে ঘোষণা অনুযায়ী ইমরুল সেই ‘ভারপ্রাপ্ত অধিনায়ক’ এর দায়িত্ব পাননি। তার পরিবর্তে এমরিটই আসেন টস সেশনে, ম্যাচে দলকে নেতৃত্বও দেবেন তিনি।

এই প্রতিবেদন লেখার সময় সপ্তম বিপিএলের উদ্বোধনী ম্যাচে খেলা হয়েছে ২ ওভার। তাতে ১ উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ ৭ রান।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

বোলার বনে গেলেন মুশফিক-ইমরুল

ধোনির অবসরে মুশফিক-সাব্বিরদের প্রতিক্রিয়া

বাংলাদেশকে বিশ্বকাপ জেতাতে চান ইমরুল

“নিজের নামের জন্য নয়, দেশের জন্য ক্রিকেট খেলব”

চার সতীর্থকে নিয়ে ফেসবুক লাইভে আসছেন সাকিব