Scores

টস করতে কোহলি এলেন হাফপ্যান্ট পরে!

ক্রিকেটের কারণে বিরাট কোহলি যে কতবার খবরের শিরোনাম হয়েছে তার ইয়ত্তা নেই। দারুণ ব্যাটিং শৈলীর কারণে তার দিকে সবসময় তাক করা থাকে ক্রিকেট বিশ্বের চোখ। তবে সেই কোহলি এবার খবরের শিরোনাম নেতিবাচক কারণে।

টস করতে কোহলি এলেন হাফপ্যান্ট পরে!

আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও সফরকারী ভারতের মধ্যকার আলোচিত চার ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজকে সামনে রেখে বুধবার (২৮ নভেম্বর) শুরু হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ও ভারত জাতীয় দলের মধ্যকার চার দিনের প্রস্তুতি ম্যাচ। কোহলি বিতর্কের জন্ম দিয়েছেন এই প্রস্তুতি ম্যাচেই।

ম্যাচের টস সেশনে কোহলি হাজির হন আটপৌরে আউটলুকে, একটি হাফপ্যান্ট পরে। যদিও ম্যাচ রেফারির সাথে আসা ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের অধিনায়ক স্যাম হোয়াইটম্যান এ সময় পুরোপুরি খেলার পোশাক নিয়েই দাঁড়িয়েছিলেন টস করতে।

Also Read - উইন্ডিজের কাছে এই উইকেট ব্যাটিং-বান্ধব!


সম্প্রতি টস সেশনের এই ছবিটি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় কোহলিকে নিয়ে বিতর্ক।

জাতীয় দলের বিপক্ষে বোর্ড একাদশের প্রস্তুতি ম্যাচগুলো আন্তর্জাতিক মর্যাদা না পেলেও এসব ম্যাচে লড়াই হয় দেখার মতই। শুধু তা-ই নয়, এসব ম্যাচও অনেক সময় পায় হাই ভোল্টেজ মর্যাদা, যার কারণে ম্যাচের দিকে আটকে থাকে ক্রিকেট সংশ্লিষ্টদের দৃষ্টি। অস্ট্রেলিয়ার প্রথম সারির খেলোয়াড়দের নিয়েই গড়া ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে সফরকারী ভারত জাতীয় দল কেমন পারফর্ম করে সেটি দেখতে সবার আগ্রহ ছিল ম্যাচটিতে। তাই কোহলির এই হাফপ্যান্ট পরে টস করতে আসার বিষয়টিকে নেতিবাচকভাবেই দেখছেন অনেকে। কারও কারও মতে, এতে ক্রিকেটকে অসম্মানিত করেছেন কোহলি।

কোহলির বিতর্ক জন্ম দেওয়া এই প্রস্তুতি ম্যাচে অবশ্য খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই ভারত। ৩৫৮ রানে নিজেরা গুটিয়ে যাওয়ার পর এবার ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের ব্যাটসম্যানদের দারুণ পারফরম্যান্সের বিপক্ষে। তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৫৬ রান নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিক দল।

আরও পড়ুন: ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ, সাদমানের অভিমত

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

বড় দলের বিপক্ষে খেলার সুযোগ চায় বাংলাদেশ

ল্যানিং-হিলিদের কাছে ৮৬ রানে ম্যাচ হারল সালমারা

সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কের নাম ঘোষণা

স্টার্কদের আগুনে পুড়ে ছাই প্রোটিয়ারা

ডু প্লেসিসকে ছাড়াই দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল!