
বিপিএলের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করার আমন্ত্রণ পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে চট্টগ্রামের একাদশে এসেছে একটি পরিবর্তন। গত ম্যাচেই বোলিং করার সময় চোট পাওয়া মুকিদুল ইসলাম মুগ্ধ নেই আজকের ম্যাচে। তার বদলে সুযোগ পেয়েছেন আরেক পেসার রেজাউর রহমান রাজা।
অপরদিকে, দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু করা খুলনা টাইগার্স অপরিবর্তিত একাদশ নিয়েই নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে। প্রথম ম্যাচে মিনিস্টার ঢাকার বিপক্ষে ৫ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছিল খুলনা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : কেনার লুইস, শামীম হোসেন পাটোয়ারি, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাঈম ইসলাম, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা ও নাসুম আহমেদ।
খুলনা টাইগার্স একাদশ :মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, তানজিদ হাসান তামিম, রনি তালুকদার, ইয়াসির আলী চৌধুরী, থিসারা পেরেরা, শেখ মেহেদী হাসান, ফরহাদ রেজা, সোহরাওয়ার্দী শুভ, নাভিন উল হক ও কামরুল ইসলাম রাব্বি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
বিডিক্রিকটাইমের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।