Scores

টস বাতিলের বিপক্ষে সৌরভ

টেস্ট ক্রিকেটে সফরকারী দলগুলোকে বাড়তি সুবিধা দিতে টস বাতিল করে দেওয়ার কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসির এমন ভাবনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

ছবিঃ বিসিসিআই

ভারতীয় সংবাদমাধ্যমগুলোকে গাঙ্গুলি বলেন, “এটি এখনো দেখার বিষয় যে এটি বাস্তবায়িত হয় নাকি। ব্যক্তিগতভাবে টস বাতিলের পক্ষে নই।”

ক্রিকেটের প্রায় ১৪০ বছরের ঐতিহ্য টস। টেস্টে স্বাগতিকদের প্রতাপ কমানোর জন্য এ ঐতিহ্য বিলুপ্ত করতে চায় আইসিসি। বর্তমানে সব দলগুলোই নিজের দেশে টেস্ট আয়োজনের সময় নিজেদের শক্তিমত্তা অনুযায়ী তৈরি করে উইকেট। হোম কন্ডিশনের সুবিধা নিতে চায় প্রত্যেক দলই। তাই টেস্ট জেতা সফরকারী দলের জন্য সবসময়ই কঠিন হয়ে উঠে। আইসিসি চায়, সফরকারী দলই সিদ্ধান্ত নিবে যে তারা আগে ব্যাটিং করবে না বোলিং।

Also Read - সাদা ও লাল বলের জন্য পৃথক কোচ!


তবে সৌরভ গাঙ্গুলি মনে করেন স্বাগতিক দল টসে হারলে খুব বেশি সুবিধা পায় না। গাঙ্গুলি বলেন, “যদি স্বাগতিক দল টস হারে তাহলে হোম অ্যাডভান্টেজের বিষয়টি আর থাকছে না।” ভারতের সাবেক দুই ক্রিকেটার বিশেন সিং বেদি ও দিলিপ ভেংসরকার টস বাতিলের পক্ষে নন।

এছাড়া অনেক সাবেক ক্রিকেটাররাই টস বাতিলের ভাবনা নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন। অবশ্য তাদের অবস্থান এক রেখায় না। টসের পক্ষে আছেন সৌরভ গাঙ্গুলি, বিশেন সিং বেদি, দিলিপ ভেংসরকার, হাবিবুল বাশার, সেলিম মালিকরা। অন্যদিকে টস বাতিলে আপত্তি নেই জাভেদ মিয়াদাদ, রিকি পন্টিংসহ অনেকের।

মে মাসের শেষের দিকে বসবে আইসিসির কমিটির সভা। সেখানেই নেওয়া হবে টস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। মুম্বাইতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির এ কমিটির সভায় আছেন অনিল কুম্বলে, অ্যান্ড্রু স্ট্রস, মাহেলা জয়াবর্ধনে, রাহুল দ্রাবিড়, টিম মে, নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট, আম্পায়ার রিচার্ড ক্যাটেলবোরো, আইসিসি ম্যাচ রেফারিদের প্রধান রঞ্জন মাদুগালে, শন পোলক এবং ক্লার কনর।


আরো পড়ুন ঃ টেস্ট ক্রিকেটে আর থাকছে না টস? 


 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

২০১১ বিশ্বকাপ ফাইনালের সেই ঘটনার পর টসের নিয়মই পাল্টে যায়

সরে দাঁড়ালেন শশাঙ্ক মনোহর

এলিট প্যানেলে ভারতীয় আম্পায়ার, বাদ পড়লেন লং

পাল্টাপাল্টি কথার লড়াইয়ে মেতেছে ভারত-পাকিস্তান

আইসিসির ভবিষ্যৎ তারকা পিনাক ঘোষ কতদূর গেলেন ক্যারিয়ারে?