Scores

টাইগারদের কটাক্ষ করে সঞ্জয়ের টুইট, সমালোচনার ঝড়

বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রস্তুতি ম্যাচ নিয়ে বিতর্কিত টুইট করে সমর্থকদের রোষানলে পড়েছেন ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার।

টাইগারদের কটাক্ষ করে সঞ্জয়ের টুইট, সমালোচনার ঝড়

মঙ্গলবার (২৮ মে) বিশ্বকাপের আগে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ভারত মুখমুখ হয়। কার্ডিফের সোফিয়া গার্ডেনসে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

Also Read - এশিয়া কাপের আগামী আসর পাকিস্তানে!


বল হাতে নেমে শুরুতে ভারতীয় ব্যাটসম্যানদের চেপে ধরলেও লোকেশ রাহুল মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং দৃঢ়তায় ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ভারত। লোকেশ রাহুল দ্রুতগতির শতক তুলে আউট হয়ে গেলেও ধোনি তখনও ছিলেন ক্রিজে, আর ভারতের দলীয় সংগ্রহ ছাড়িয়েছে ৩০০।

৪৭তম ওভারে ভারতের দলীয় সংগ্রহ ৩০০ পূর্ণ হলেও ধোনি শতকের প্রহর গুনছেন। এমন সময় সঞ্জয় তার টুইটার একাউন্ট থেকে পোস্ট করেন, ‘ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি কেন ইনিংস ঘোষণা করতে দেরি করছেন?’


বলার অপেক্ষা রাখে না, সঞ্জয়ের এমন টুইট বাংলাদেশকে অবজ্ঞা করেই নির্দেশ করা হয়েছে। যদিও খোদ ভারতীয় সমর্থকরাই এটি দেখে চুপ থাকতে পারেননি। কেননা তখন শতক নিশ্চিত হয়নি ধোনিরও। তাছাড়া সীমিত ওভারের ক্রিকেটে ইনিংস ঘোষণার এমন অদ্ভুত দাবিতে অনেকে সঞ্জয়ের ক্রিকেট জ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

টানা দু’বছর আত্মহত্যার চিন্তা করেছিলেন ভারতীয় ক্রিকেটার

ইংল্যান্ডে যাচ্ছেন না ‘৩’ ক্যারিবিয়ান ক্রিকেটার

সতীর্থদের কাছেই বর্ণবাদের শিকার হয়েছেন ভারতীয় ক্রিকেটার

একচোখা কোচদের তীব্র সমালোচনায় রফিক

শোয়েব আখতারের বিরুদ্ধে ‘সাইবার ক্রাইম’ এর অভিযোগ