Scores

টাইগারদের গৃহবন্দী ঈদ উদযাপন

অসুস্থ পৃথিবীতে এক ভিন্ন রকমের ঈদ উদযাপন হচ্ছে। ঈদের সবচেয়ে আনন্দের অংশ একসাথে সবার ঈদের জামাতে অংশগ্রহণ করাটাও এবার সম্ভব হচ্ছে না। সবার মতো নিজ ঘরে বসেই ঈদ উদযাপন করছেন ক্রিকেটাররাও। অনেকেই প্রথমবারের মতো দেশে থেকেও নিজ গ্রাম কিংবা বাবা-মা ছাড়াই উদযাপন করছেন এবার।

টাইগারদের গৃহবন্দী ঈদ উদযাপন

দেশে থেকেও এবারই প্রথমবারের মতো বাবা-মাকে ছাড়াই ঈদ উদযাপন করছেন মুশফিকুর রহিম। বগুড়ার মাটিডালিতে সবার সাথে ঈদের জামাতে অংশ নিতেন তিনি। কিন্তু এই ঈদে আর সেটা সম্ভব হয়নি। সাধারণত ঈদের দিনে বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিয়ে কিংবা ঘোরাঘুরি কেটে যায় তরুণ সমাজের। এই সুযোগে পরিবারকে বেশি সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন মুশফিক।

Also Read - বাংলা বলে স্টোকসদের ক্ষেপিয়ে দিতেন তামিম


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুশফিক বলেন, ‘সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আমরা অনেক সময় বন্ধুদের সাথে বেশি সময় ব্যয় করি এবং পরিবারকে ভুলে যাই। যেহেতু আমরা সবাই বাড়িতে আছি, পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন এবং পরিবারের সাথে ভাল সময় কাটান এই কামনা করছি। ঈদ মোবারক।’

আগেই রাজশাহী চলে যাওয়া সাব্বির রহমান সেখানেই পরিবারের সাথে ঈদ উদযাপন করছেন। তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং ঘরে থাকার আহ্বান করেছেন, ‘ঈদ মোবারক। ঘরে সুস্থ থাকুন এবং পরিবারের সাথে ভালো সময় কাটান। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। প্রার্থনা করুন। ইনশা-আল্লাহ সবকিছু আবার ঠিক হয়ে যাবে।’

তরুণ পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ফেনীতে নিজ বাসায় ঈদ উদযাপন করছেন। ছোট ভাই ও বড় ভাইয়ের সাথে ঈদের দিনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সাইফউদ্দিন লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। আশা করি, আমার সকল ভক্ত ও বন্ধুরা নিরাপদে ও খুশির সাথে ঈদ উদযাপন করবেন।’

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নিজের ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সবাই ঘরে থাকুন এবং পরিবারের সাথে ঈদ উদযাপন করুন।’

টাইগারদের গৃহবন্দী ঈদ উদযাপন

উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয় ঢাকায় ঈদ উদযাপন করছেন। কয়েকদিন আগে বাবা হওয়া এই ক্রিকেটারের এবারের ঈদটা তাই একটু বিশেষ।

জাতীয় দলের আরেক তরুণ ক্রিকেটার নাঈম হাসানও নিজ বাড়িতেই ঈদ উদযাপন করছেন। মায়ের সাথে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। নিজ বাড়িতে ঈদ উদযাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন নাসির হোসেনও।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ঈদ কেনাকাটার উৎসব দেখে আতঙ্কিত তাসকিন

দেশবাসীকে মাশরাফির ঈদের শুভেচ্ছা

“আমাদের ঈদ এখন খেলার ভেতরে”

পরিবারের সান্নিধ্যে ঈদ, তবু মুস্তাফিজের আক্ষেপ

ঈদের ছুটি উপভোগ করছেন ক্রিকেটাররা