Scores

টাইগারদের চাপ যেভাবে সামলালেন কিউইরা

দুই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর স্যাঁতসেঁতে পিচে ব্যাটিং সুবিধাজনক হবে না- তা জেনেই মাঠে নেমেছিল দুই দল। ২১১ রানে গুটিয়ে গিয়ে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ছিল অস্বস্তিতে। যদিও তৃতীয় দিনই ৮ রানে কিউইদের ২ উইকেট তুলে নিয়ে বাংলাদেশি বোলাররাও দেখিয়েছেন নিজেদের সামর্থ্য।

টাইগারদের চাপ যেভাবে সামলালেন কিউইরা

সেই চাপ অবশ্য বেশ ভালোভাবেই সামলেছে নিউজিল্যান্ড। শুধু সামলায়নি, ম্যাচও জিতেছে। তাও ইনিংস ব্যবধানে! ম্যাচ শেষে জয়ী দলের অধিনায়ক কেন উইলিয়ামসন ও জয়ের মূল নায়ক রস টেলর জানালেন বাংলাদেশের চাপ জয়ের গল্প।

Also Read - হারের ক্ষত দগদগে করলো সেই ক্যাচ মিসই


মাত্র তিন দিন কিংবা তার চেয়েও কম সময় হাতে রেখে ওয়েলিংটন টেস্ট জিততে হলে নিউজিল্যান্ডকে দ্রুত রান তুলতে হতো। ওয়ানডে মেজাজে রান তুলে সেই কাজটি ভালোভাবেই করেছে দলের ব্যাটিং অর্ডার। এই পারফরম্যান্সকে ‘দুর্দান্ত’ আখ্যা দিয়ে উইলিয়ামসন বলেন, ‘দুর্দান্ত পারফরম্যান্স। এই ম্যাচ জেতার জন্য আমাদের দ্রুত রান তোলা প্রয়োজন ছিল। এজন্য আমাদের ভালো ক্রিকেট খেলতে হতো। প্রথম দিন শেষে আমরা কিছুটা চাপে ছিলাম।’

তবে কিপটেমি করলেন না টাইগার বোলারদের প্রশংসায়। তিনি বলেন, ‘ভাগ্যের ছোঁয়া না পেলেও বাংলাদেশ প্রথম দিন ভালো বল করেছে বাংলাদেশ, আমার মতে।’

ম্যাচ সেরা রস টেলর জানালেন, ইতিবাচকতাই তাকে চাপের মুখে ২০০ রানের ইনিংস গড়তে সাহায্য করেছে। টেলর মুখে না বললেও আরেকটি জিনিস অবশ্য সাহায্য করেছে- বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া! কিংবদন্তী মার্টিন ক্রোর প্রসঙ্গও উঠে এসেছে আনুষ্ঠানিক আলাপচারিতায়।

টেলর বলেন, ‘৮ রানে ২ উইকেট চলে যাওয়ার পর আমি ইতিবাচক থাকার চেষ্টা করেছি। এমন সবুজ উইকেটে আপনাকে অনেক ভাবতে হয়। মার্টিন ক্রো আমার মেন্টরের মত কাজ করেছেন। আমি নিশ্চিত, ওপারে থেকে তিনি গর্ব বোধ করবেন।’

ওয়েলিংটন টেস্টে কিউইদের দুশ্চিন্তা হয়ে এসেছে অধিনায়ক উইলিয়ামসন ও বিজে ওয়াটলিংয়ের চোট। তবে উইলিয়ামসন ওয়াটলিং প্রসঙ্গে জানালেন, দ্রুতই ফিরবেন তিনি। অধিনায়ক বলেন, ‘আশা করি বিজে ওয়াটলিংয়ের চোট খুব গুরুতর নয়। শীঘ্রই সে ফিরবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

“এভাবে বিদায় নিতে চাইনি”

ধীর বোলিংয়ে আর নিষেধাজ্ঞা পাবেন না অধিনায়করা

জিম্বাবুয়ের নিষেধাজ্ঞায় ব্যথিত সবাই, টুইটারে ক্রিকেটারদের শোক

জিম্বাবুয়েকে বহিস্কার করল আইসিসি

রাশিয়ায় ঘোষণা— ক্রিকেট নয় কোনো ক্রীড়া ইভেন্ট!