Scores

টাইগারদের নতুন কোচ রাসেল ডমিঙ্গো

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ করা হল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচের নাম। সকাল থেকে আসা গুঞ্জন অনুযায়ী এক দক্ষিণ আফ্রিকানই হয়েছেন বাংলাদেশের নতুন কোচ; তিনি সাবেক প্রোটিয়া হেড কোচ রাসেল ডমিঙ্গো। 

টাইগারদের নতুন কোচ রাসেল ডমিঙ্গো

শনিবার (১৭ আগস্ট) সংবাদ সম্মেলনে নতুন কোচের নাম ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

Also Read - বোর্ডের সভায় যোগ দিয়েছেন মাশরাফি


বিশ্বকাপে দলের পারফরম্যান্স সন্তোষজনক না হওয়ায় কোচিং স্টাফে বেশ পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় বিসিবি। সেই ধারাবাহিকতায় পদচ্যুত করা হয় স্টিভ রোডসকে। তার বিদায়ের পর শ্রীলঙ্কা সফরে স্থায়ী হেড কোচ ছাড়াই খেলতে যায় বাংলাদেশ।

প্রসঙ্গত, ডমিঙ্গো ছাড়াও টাইগারদের কোচ হওয়ার দৌড়ে ছিলেন নিউজিল্যান্ডের মাইক হেসন, শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে, জিম্বাবুয়ের গ্র্যান্ট ফ্লাওয়ার, ইংল্যান্ডের পল ফারব্রেসের মত হেভিওয়েট কোচরা।

কোচদের কাতারে ডমিঙ্গোকে যেন ‘স্বল্পে তুষ্ট’ লোক বলা চলে। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের কোচের পদ থেকে চলে যাওয়ার পর প্রোটিয়াদের ‘এ’ দলের প্রধান কোচের আসনে বসেন তিনি। একে যেন অবনমনই বলা চলে! বাংলাদেশে আসার আগেও ডমিঙ্গো দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কোচের পদে কাজ করছিলেন।

ঐ পদে থেকে তিনি বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার সাহস করেননি! আর এ কারণেই তার এজেন্ট বিসিবি এইচপি দল বা বাংলাদেশ ‘এ’ দলের কোচ হওয়ার জন্য বোর্ডের সাথে যোগাযোগ করে। যদিও বিসিবির কর্তারা জাতীয় দলের জন্যই বেছে নিয়েছেন হাই প্রোফাইল এই কোচকে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ধারাবাহিক অনুশীলনেই মিলবে পুরনো ছন্দ, বলছেন নাঈম

সমর্থন আর ভালোবাসাই অনুপ্রেরণা যুগিয়েছে : সাকিব

শ্রীলঙ্কা সফরের আগে আবাসিক ক্যাম্প টাইগারদের

শ্রীলঙ্কায় আইসোলেশনে থাকতে হবে না বাংলাদেশ দলকে

অনুশীলন শুরু করছেন প্রমীলা ক্রিকেটাররাও