Scores

টাইগারদের নতুন পেস বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার চার্ল ল্যাঙ্গেভেল্ট। শনিবারের (২৭ জুলাই) বোর্ড সভায় তাকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টাইগারদের নতুন পেস বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট

শীঘ্রই বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করে কাজ শুরু করবেন সাবেক এই পেসার। তবে তার সাথে বোর্ডের চুক্তি কতদিনের তা এখনও জানা যায়নি।

Also Read - অভিষেকেই সাজা পেলেন তামিম ইকবাল


এর আগে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ছিলেন কোর্টনি ওয়ালশ। তার দায়িত্বের মেয়াদ ছিল বিশ্বকাপ পর্যন্ত। ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে আস্থার প্রতিদান দিতে পারেননি ওয়ালশের শিষ্যরা। আর তাই তার সাথে চুক্তি নবায়ন করেনি বোর্ড। কিংবদন্তী পেসার হলেও কোচ হিসেবে সফল হতে পারেননি ওয়ালশ।

এদিকে ওয়ালশের সাথে স্পিন বোলিং কোচ সুনীল জোশিও বিদায় নেন। তার স্থলাভিষিক্তও ইতোমধ্যে নির্ধারণ করেছে বোর্ড, যদিও স্পিন কোচের কাজ শুরু হবে নভেম্বরে। আপাতত পেস বোলিং কোচ হিসেবে ল্যাঙ্গেভেল্টকে নিয়োগ করেই জাতীয় দলের কোচিং স্টাফ পূর্ণ করার মিশন শুরু করেছে বিসিবি।

ল্যাঙ্গেভেল্ট দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের গায়ে একসময় নিয়মিত ছিলেন। খেলেছেন ৬টি টেস্ট ও ৭২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। টেস্টে তার উইকেট শিকার মাত্র ১৬টি। তবে সমৃদ্ধ পরিসংখ্যান ওয়ানডে ক্রিকেটে। ৭২ ম্যাচে তিনি তুলে নেন ১০০টি উইকেট।

একসময়ের অভিজ্ঞ পেসার ল্যাঙ্গেভেল্ট খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষেও। ৪ বার টাইগারদের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি, প্রোটিয়াদের হয়ে। সেই চার ওয়ানডে ম্যাচে তিনি শিকার করেছিলেন আটটি উইকেট। উল্লেখ্য, এর আগে আফগানিস্তানের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছিলেন তিনি। 

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

পেসারদের জন্য ল্যাঙ্গাভেল্টের যে ‘দাওয়াই’

বিদেশের মাটিতে লড়াই করার মতো পেসার চান ল্যাঙ্গেভেল্ট

মঙ্গলবার বাংলাদেশে আসবেন ডমিঙ্গো ও ল্যাঙ্গেভেল্ট

আইসিসির ভুল ধরিয়ে দিল বিসিবি