Scores

টাইগারদের নববর্ষের শুভেচ্ছাবার্তা

আজ শুরু হলো ১৪২৬ সাল। বাংলা সনের প্রথম দিনটি নানান উৎসব আয়োজনে বরণ করে নিচ্ছে বাঙালিরা। টাইগার ক্রিকেটাররা এখন কেউ খেলায় ব্যস্ত আছেন কেউবা ছুটিতে। সবাই নিজ নিজ জায়গা থেকে জানিয়েছেন নববর্ষের শুভেচ্ছা।

একসাথে বাংলাদেশের ৬ ক্রিকেটারের চোট! 2

সাকিব আল হাসান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে ভারতে অবস্থান করছেন। খেলার ব্যস্ততার মাঝেও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বার্তা দিয়েছেন তিনি,
‘নতুন স্বপ্ন, সম্ভাবনা এবং আশার উদ্দীপনা নিয়ে আসুক বাংলা নতুন বছরের আগমনী গান। সবাইকে জানাই আনন্দ উৎসবে ভরা বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ!’

Also Read - দিল্লি শিবিরে নতুন মুখ

মুস্তাফিজুর রহমানের ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগের (ডিপিএল) দল শাইনপুকুর ক্রিকেট ক্লাব সুপার লিগে উঠতে না পারায় অবসরেই আছেন তিনি। ফেসবুকে তিনিও শুভেচ্ছা জানিয়েছেন,
‘নতুন বছরের নতুন সূর্যের সাথে ঘুচে যাক পুরনো সব ব্যর্থতা। নতুন ভোর নিয়ে আসুক প্রশান্তি আর সাফল্যময় একটি বছর। সবাইকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ!’

এনামুল হক বিজয়ও নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সাথে ব্যস্ত আছেন। আগামীকাল তাদের সুপার লিগের ম্যাচ আছে। দলের সাথেই পান্তা-ইলিশ খাওয়ার ছবি দিয়েছেন বিজয়। তিনি লেখেন, ‘অতীতের সব গ্লানি মুছে, নতুনের মঙ্গলে সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর সকলের জন্য বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি আর পরম সমৃদ্ধি। শুভ নববর্ষ ১৪২৬ বঙ্গাব্দ।’

সৌম্য সরকার নববর্ষের দিনটিকে উৎযাপন করছেন পরিবারের সাথে। পরিবারের সদস্যদের সাথে ছবি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেন,

‘পুরনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিসাৎ। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। শুভ পহেলা বৈশাখ ১৪২৬।’

শুধু ক্রিকেটারই যে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এমন নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পেইজে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। পেজটির শুভেচ্ছা বার্তায় লেখা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ীদের বাংলা নববর্ষের শুভেচ্ছা।’

বিডিক্রিকটাইমের ভক্তদের মু্মিনুল-রুবেল-সোহানদের নববর্ষের শুভেচ্ছা বার্তা-

Related Articles

অস্ট্রেলিয়া সিরিজের আবাসন খাতে বিসিবির ব্যয় ‘১৫ কোটি’

হোটেলে নিজেরাই শৌচাগার পরিস্কার করছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

অস্ট্রেলিয়াকে সিরিজ হারানোর মোক্ষম সুযোগ : ডমিঙ্গো

অবসাদের কারণে অনুশীলনে নেই মোসাদ্দেক