Scores

টাইগারদের সেরাটা দেয়ার তাগিদ দিলেন কোচ হাথুরুসিংহে

তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচকে সামনে রেখে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে আজ ঐচ্ছিক অনুশীলন ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। যেখানে টাইগারদের কোচের সাথে যথারীতি উপস্থিত ছিলেন উইকেট কিপার মুশফিকুর রহিম।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় শেষ ম্যাচের দিকে নজর সবার। আর এ ম্যাচে জিতেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ। আর স্বাগতিক শিবিরের লক্ষ্য শেষ ম্যাচ জিতে সিরিজে সমতায় ফেরা।

এদিন অনুশীলন শেষ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি জানান ওয়ানডে জিততে অবশ্যই মরিয়া থাকবে স্বাগতিকরা। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় ক্রিকেটে সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। তবে বাংলাদেশ কোচ দারুণ আত্মবিশ্বাসী।

হাথুরুসিংহে বলেন, ‘ঘরের মাটিতে শ্রীলঙ্কা দুর্দান্ত দল। সেরাটা খেলেই প্রথম ম্যাচে জিতেছি আমরা। তাই ভালো খেলেই শেষ ম্যাচ জিততে হবে আমাদের।’


আরও দেখুন- ইমার্জিং টিমস এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

Also Read - বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তানতবে তাই বলে জয়ের ব্যাপারে মোটেও আতঙ্কিত নন টাইগারদের এই শ্রীলঙ্কান কোচ আরও বলেন, ‘দলের সবাই ভাল ফর্মে আছে। মাঠে সেরাটা দিতে পারলে,স্বপ্ন পূরণ করাটা কঠিন হবে না আমাদের জন্য।’শেষ ম্যাচের আগে নিজেকে ঝালিয়ে নিতেই মুশফিক ছাড়াও প্রথম দুই ওয়ানডে খেলা মোস্তাফিজ ও সৌম্য অনুশীলন করতে এসেছেন। এছাড়া প্রথম দুই ওয়ানডে মাঠে না নামা রুবেল, শুভাশিস, সানজামুল, শুভাগত হোম, নুরুল হাসান সোহান ও ইমরুল কায়েস ঐচ্ছিক অনুশীলন করতে আসেন।

উল্লেখ্য, দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ আর সিরিজ হারছে না। ওই ম্যাচে শ্রীলঙ্কা জিতলেও সিরিজ ড্র হবে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। আর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১০ টায়।

  • মাকসুদুল হক, প্রতিবেদক, বিডিক্রিকটাইম।

Related Articles

আবারো বাংলাদেশের কোচ হতে চান হাথুরুসিংহে

হাথুরুসিংহের প্রতি কৃতজ্ঞ সাইফউদ্দিন

স্মিথ-ওয়ার্নারদের দলের কোচ হলেন হাথুরুসিংহে

হাথুরুর সাথে মারামারির মত অবস্থা হয়েছিল সুজনের!

“পারফর্ম না করলে আপনার বাবাও আপনাকে দলে রাখবে না”