Scores

টাইগারদের স্পিনের দাওয়াই জানে প্রোটিয়া টপ অর্ডার!

টেস্ট ও ওয়ানডে সিরিজে দৃষ্টিকটু ম্লান পারফরমেন্সের পর টি-২০ সিরিজে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য দেখিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা বড় স্কোর তাড়া করতে না পারলেও টাইগাররা পৌঁছেছিল কাছাকাছি। জয়ের সুবাস তৈরির পাশাপাশি এই ম্যাচে বাংলাদেশের স্বস্তি হয়ে কাজ করেছে স্পিন বোলিং।

টাইগারদের স্পিনের দাওয়াই জানে প্রোটিয়া টপ অর্ডার!প্রথম টি-২০’তে বাংলাদেশের স্পিন খেলতে কিছুটা অস্বস্তিতে ভুগেছেন প্রোটিয়া ব্যাটসম্যানরা। দ্বিতীয় টি-২০’তেও তাই স্পিনকে গুরুত্ব দিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। তবে স্বাগতিক দলের ক্রিকেটার ফারহান বেহারডিন জানিয়েছেন, বাংলাদেশের স্পিন আক্রমণ সামলানোর দাওয়াই আছে তার দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের।

Also Read - বাংলাদেশকে খালি হাতেই ফেরত পাঠাতে চান বেহারডিন

শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘(প্রথম টি-২০’তে) প্রথম ১৩ ওভারের ভেতর ওভারই ছিল স্পিন বোলিং আমি আমাদের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি আর স্পিন বোলিং কোচের সঙ্গে মিলে বেশ খাটছি তারা আমাদের কৌশলটা ঠিক করতে সত্যিই খুব সাহায্য করেছে

নিজেদের টপ অর্ডারকে শক্তিশালী আখ্যা দিয়ে বেহারডিন বলেন, ‘আমাদের টপ অর্ডার খুব শক্তিশালী; এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, জেপি ডুমিনি ডেভিড মিলার মিলে একশ’র ওপরে টিটোয়েন্টি খেলেছে তাই বাংলাদেশ যা কিছু নিয়েই হাজির হোক না কেন, আমি নিশ্চিত এর দাওয়াই তাদের কাছে আছেই।’

বেহারডিনের কথা সত্যি হলে সফর শেষের ম্যাচে বাংলাদেশের স্পিন সামলানোর পোক্ত মানসিকতা নিয়েই মাঠে নামবে টাইগাররা। তবে এই ম্যাচে স্পিন সুবিধা কতটুকু থাকবে, তা বলা মুশকিল হয়ে পড়েছে সবার জন্যই। পচেফস্ট্রুমে এর আগে টেস্ট ও ওয়ানডে অনুষ্ঠিত হলেও টি-২০ এবারই প্রথম। ফ্লাডলাইটের আলোয় উইকেট ভোল পাল্টালেও অবাক হওয়ার কিছু থাকবে না। সংবাদ সম্মেলনে সাকিবও দ্বিধা জানিয়েছিলেন উইকেটের চরিত্র নিয়ে।

এই পচেফস্ট্রুমে নিজেদের প্রথম টি-২০ ম্যাচ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বেহারডিন বলেন, ‘এটা মূলত বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক শহরপ্রচুর ছাত্রছাত্রী, অনেক ছেলেমেয়ে থাকে আশপাশে সুন্দর স্টেডিয়াম, চমৎকার সুযোগসুবিধা, আশা করি সমর্থকরা দলে দলে আসবে আর তাদের সামনে ভালো পারফর্ম করতে পারব।’

আরও পড়ুনঃ বাংলাদেশকে খালি হাতেই ফেরত পাঠাতে চান বেহারডিন


Related Articles

সূর্যকুমার হলো ভারতীয় ডি ভিলিয়ার্স : হরভজন

ব্যাঙ্গালোরকে বিদায় করে দিয়ে কোয়ালিফায়ারে হায়দরাবাদ

ডি ভিলিয়ার্সের মিউজিক ভিডিওতে গাইলেন কোহলি-স্টেইনরা

বিগ ব্যাশ থেকে নাম প্রত্যাহার করে নিলেন ডি ভিলিয়ার্স

ব্যাঙ্গালোরকে হারিয়ে চেন্নাইয়ের প্রতিশোধ