Scores

টাকার কাছে দেশপ্রেম বিক্রি গম্ভীরের! টুইটারে নিন্দার ঝড়

ভারতের শাসক দল বিজেপির বর্তমান এমপি গৌতম গম্ভীর। তবে এমপি হওয়ার পাশাপাশি স্টার স্পোর্টসের হয়ে ধারাভাষ্যও দিয়ে থাকেন গম্ভীর। ভারত পাকিস্তান ম্যাচেও গতকাল ধারাভাষ্যতে দেখা যায় গৌতম গম্ভীরকে।শুধু তাই নয়, টুইটারে এই ম্যাচ নিয়ে ব্যাপক প্রচার প্রচারনাও চালান গম্ভীর। টুইটে তিনি ভারতীয় ভক্তদের অনুরোধ করেন ক্রিক প্লে নামক একটি ফ্যান্টাসি গেমের এপ ডাউনলোড করে তার সাথে ভারত পাকিস্তান ম্যাচে খেলে বেশি স্কোর করতে।

 

টাকার কাছে দেশপ্রেম বিক্রি গম্ভীরের, টুইটারে নিন্দার ঝড়

Also Read - কোহলির কারণে টুইটার অ্যাকাউন্ট ডিলিট করবেন স্টোকস!


তবে গৌতম গম্ভীরের এই দাবি ভালো চোখে নেয়নি ভারতীয় ভক্তরা। তার ভারত পাকিস্তান ম্যাচে ধারাভাষ্য দেওয়া ও পরবর্তীতে এই ম্যাচের জন্য একটি এপের বিজ্ঞাপন দেওয়া বেশ অদ্ভূতই ঠেকেছে ভক্তদের কাছে। কারন কয়েক মাস আগেই যে ভারতের পুলওয়ামাতে সন্ত্রাসী হামলার পর বিশ্বকাপের এই ম্যাচ নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেলো। গৌতম সহ অনেকেই বলেছিলেন পাকিস্তানকে বয়কট করতে, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার কোন প্রয়োজন নেই। অথচ কয়েক মাসের ব্যবধানে তার বক্তব্য এত জলদি পরিবর্তন হয়ে গেলো?

 

যেই পাকিস্তানকে তিনি বয়কট করতে বলছিলেন, যেই ভারত পাকিস্তান ম্যাচ খেলার জন্য তার সাফ মানা ছিলো সেই ভারত পাকিস্তান ম্যাচ নিয়েই গৌতমের এত উত্তেজনায় অবাক ভারতীয় ভক্তরা। শুধু গৌতম নয়, প্রশ্ন উঠেছে ভারতীয় মিডিয়ার প্রতিও। তারাও পুলওয়ামাতে হামলার পর সকলেই ভারত পাকিস্তান ম্যাচ বয়কট এমনকি বিশ্বকাপে পাকিস্তানকে বাদ না দিলে ভারতকে বিশ্বকাপ বয়কটের দাবি নিয়ে সোচ্চার ছিলেন দেশপ্রেমের কথা শুনিয়ে । অথচ সেই সকল চ্যানেলই এখন ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে লাগাতার প্রতিবেদন প্রকাশ করেছে, টক শো আয়োজন করেছে পাকিস্তানের বিশ্লেষকদের দিয়ে।

সচেতন ভারতীয় দর্শকদের মনে প্রশ্ন দেখা দিয়েছে তাহলে কি টাকার কাছে তাদের দেশপ্রেম আসলেই তুচ্ছ? যেই ম্যাচ ও পাকিস্তানের বিপক্ষে গৌতম ও মিডিয়া কথা বলেছিলো তারাই সেই ম্যাচ ও পাকিস্তান নিয়ে এত আগ্রহ দেখালো শুধুমাত্র ভারত পাকিস্তান ম্যাচের সাথে জড়িত বিপুল অংকের টাকার কিছু অংশ পাওয়ার জন্য?

দেখে নিন কয়েক মাসের ব্যবধানে গৌতম গম্ভীরের এই দুই বিপরীতমুখী আচরন নিয়ে ভারতীয় ভক্তদের কিছু বাছাইকৃত টুইট

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপে বাংলাদেশের ঘাটতি ছিল কোথায়?

২০১৯ বিশ্বকাপের সেরা ৫ ঘটনা

টুইটারে প্রশংসিত টাইগারদের বিশ্বকাপ পারফরম্যান্স

স্টেডিয়ামের বাইরে পাকিস্তান-আফগানিস্তান সমর্থকদের ধস্তাধস্তি

ভিডিওঃ আফগানদের বিপক্ষে টাইগারদের জয়ের মুহূর্ত