Scores

টানা টেস্ট খেলার রেকর্ড ছুঁলেন কুক

লর্ডস টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমে ইংলিশ ক্রিকেটার অ্যালিস্টার কুক স্পর্শ করেছেন টানা টেস্ট খেলার রেকর্ড। টানা ১৫৩ টেস্ট খেলার রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার। সেই রেকর্ড দীর্ঘ ২৪ বছর ছিল অক্ষুণ্ণ। অবশেষে এ রেকর্ড ভাঙতে চলেছে। পরের টেস্টে কুক নামলেই ভেঙে যাবে ২৪ বছরের স্থায়ী রেকর্ড। 

২০০৬ সালে ভারত সফরে মার্কুস ট্রেসকথিকের মানসিক অবসাদ সুযোগ করে দেয় কুককে। নিজের অভিষেক টেস্টেই বাজিমাত। প্রথম ইনিংসে ৬০ রানের পর দ্বিতীয় ইনিংসে ১০৪। তবে দ্বিতীয় টেস্টে ছিলেন নিস্প্রভ। দুই ইনিংস মিলিয়ে করেছিলেন ১৯। ছিলেন না মুম্বাইয়ে তৃতীয় টেস্টে। ক্যারিয়ারে এখন পর্যন্ত ঐ একটি টেস্টেই কুক ছিলেন না দলে। ২০০৬ সালের পর থেকে দীর্ঘ এক যুগ কুককে ছাড়া টেস্ট খেলতে নামেনি ইংল্যান্ড।

২০০৬ সালে লর্ডসে শ্রীলঙ্কা টেস্ট দিয়ে দলে ফিরেছিলেন কুক। এরপর আর বাদ পড়েননি কোনোদিন। চোট, ছন্দপতন সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে যেন ছুটছেন কুক। এ রেকর্ড হয়ে থাকবে তার ধারাবাহিকতার প্রমাণ।

Also Read - অবসর নিলেন এড জয়েস


কুকের মতো অ্যালান বর্ডারও খেলতে পারেননি একটি টেস্ট। ১৯৭৮ সালের অ্যাশেজে অভিষেক হয় বর্ডারের। সেই সিরিজের শেষ টেস্টে ছিলেন না দলে। এরপর আর বাদ পড়েননি। তিন টেস্ট খেলে বাদ পড়ার পর ১৫৬ টেস্টে গিয়ে থেমেছেন টেস্ট ইতিহাসের এক সময়ের সর্বোচ্চ রান সংগ্রাহক।

কুক আর বর্ডার ছাড়া টানা শত টেস্ট খেলেছেন মার্ক ওয়াহ (১০৭), সুনীল গাভাস্কার (১০৬) এবং ব্রেন্ডন ম্যাককালাম (১০১)।

বর্ডারকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে একক স্থান তৈরি করে নেওয়া অ্যালিস্টার কুকের জন্য সময়ের ব্যাপার মাত্র। এখন দেখার বিষয়, কোথায় গিয়ে থামেন কুক, কতটা সমৃদ্ধ করেন নিজের এ অনন্য রেকর্ডকে। একযুগ ধরে যে পথচলা চলছে, তা ধরে রেখে ইতিহাসের পাতায় নিজের নামকে পাকাপোক্ত করার সুযোগ ৩৩ বছর বয়সী কুকের সামনে।


আরো পড়ুন ঃ ‘প্রত্যেকদিন তো ভালো করা যায় না’


 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

কুককে ‘বল টেম্পারিং’ করার প্রস্তাব দিয়েছিলেন ওয়ার্নার!

‘ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছি’

আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কুক!

‘নাইটহুডে’ ভূষিত হলেন অ্যালেস্টার কুক

অ্যালেস্টার কুক থেকে স্যার অ্যালেস্টার কুক