টানা দুটি ম্যাচ জিততে চায় সিলেট
পরাজয়ের বৃত্তে প্রায় বন্দি হয়ে যাওয়া সিলেট সিক্সার্স পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে। সাত দলের টুর্নামেন্টে ষষ্ঠ অবস্থানকে তলানিই বলা যায়। তবে দলটি এখনও ছেড়ে দিচ্ছে না শেষ চারের আশা। আর সেক্ষেত্রে আগামী দুটি ম্যাচে জয় চায় সিলেট অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটি।
সাফল্যের খোঁজে মরিয়া দলটি চোটের কারণে হারিয়েছে নিয়মিত অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে। তার বদলে দলকে নেতৃত্বের ভার বর্তেছে পাকিস্তানি ক্রিকেটার সোহেল তানভীরের ঘাড়ে।
মঙ্গলবার (২২ জানুয়ারি) সংবাদমাধ্যমের সাথে আলাপকালে সোহেল দল নিয়ে তার অভিমত ব্যক্ত করেন।
Also Read - কী বলবেন, জানেন না রিয়াদও!তিনি জানান, টি-২০ অধিনায়ক হওয়া নতুন স্বাদ নয় তার। তিনি বলেন, ‘অধিনায়কত্ব আমার কাছে নতুন কিছু নয়। আমি অসংখ্য ম্যাচে আমার স্থানীয় দলকে নেতৃত্ব দিয়েছি। কানাডা লিগেও অধিনায়ক ছিলাম।’
তবে বিপিএলের এই নেতৃত্বকে তিনি রাখছেন বিশেষভাবে। তাই অকপটে স্বীকার করলেন, বিপিএলে দলকে নেতৃত্ব দিতে পারা সম্মানের, ‘কিন্তু বিপিএলে এই দায়িত্ব পাওয়া আমার জন্য অনেক সম্মানের। টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই, তারা আমার উপর ভরসা করেছেন। আমি চেষ্টা করবো ভালো করার।’
দল ভালো অবস্থানে না থাকলেও আসরে ইতিপূর্বে তিনটি ম্যাচ খেলা সোহেল তানভীর জানিয়েছেন, তিনি দলকে উজ্জীবিত রাখতে চেষ্টা করবেন। এখন থেকে ভালো খেলে লিগ পর্বের শেষদিকে গিয়ে হলেও দলটি নিশ্চিত করতে চায় শেষ চার।
সোহেল বলেন, ‘এ মুহুর্তে আমাদের দল ভালো অবস্থানে নেই। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো দলকে উজ্জীবিত রাখতে হবে। আমরা হয়তো জয়ের দিক থেকে একটা বা দুইটা ম্যাচ পিছিয়ে আছি। যদি মোমেন্টাম পাওয়া যায় ক্রিকেটে কী হবে কেউ বলতে পারে না।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি টুর্নামেন্টেই শেষ ম্যাচে গিয়ে নির্ধারণ হয় পরের ধাপে কারা কারা যাচ্ছে। যে কারণে বলছি আমরা ভালো জায়গায় দাঁড়িয়ে না থাকলেও চেষ্টা করবো টানা দুটি ম্যাচ জিততে।’