টানা ৮ দিন ধরে লাল বলের ক্রিকেটে জাকির, ব্যাখ্যা দিলেন সিমন্স

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-10-29T19:40:04+06:00
আপডেট হয়েছে - 2024-10-29T19:40:04+06:00
চট্টগ্রাম টেস্টের ১ম দিনে যা অবস্থা, তাতে ম্যাচ বাঁচাতে গেলে বাংলাদেশকে দোয়া করতেই হচ্ছে খেলা যেন ৫ম দিনে গড়ায়। আর ৫ দিন খেলা হলে, টানা ৮ দিন প্রথম শ্রেণির ক্রিকেট খেলা হবে জাকির হাসানের। প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও একাদশে ছিলেন না। ৫ দিন দলের সাথে কাটিয়ে ২৬ অক্টোবর সিলেটে জাতীয় লিগে অংশ নেন স্বাগতিক দলের হয়ে। সেই ম্যাচ শেষে সোজা জাতীয় দলের একাদশে, চট্টগ্রাম টেস্টে। দলের ব্যাটিংয়ের সময় ড্রেসিংরুমে বসে থাকা, ম্যাচ আগাম শেষ হয়ে যাওয়া এসব শুভঙ্করের ফাঁকি বাদ দিলে, টানা ৮ দিন লাল বলের ক্রিকেট খেলতে হচ্ছে জাকিরকে!
স্বভাবতই এ নিয়ে হচ্ছে আলোচনা ও সমালোচনা। যাকে দ্বিতীয় টেস্টের একাদশে রাখা হবে, তাকে কেন সিরিজের মাঝপথে জাতীয় লিগ খেলতে পাঠানো হলো। একই প্রশ্ন মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়েও। কখনও টেস্ট দলে না থাকা এই ক্রিকেটার একটি সেঞ্চুরি হাঁকিয়েই সোজা জাতীয় দলে, তাও ম্যাচের আগের রাতে। এরপর একাদশে তো জায়গা পেলেনই, তুলে দেওয়া হলো গ্লাভসও। হয়ত টেম্পারমেন্ট মানিয়ে নিতে সময় লাগছে, যার প্রভাব দেখা গেল নড়বড়ে কিপিংয়ে। কোন ভাবনায় এনসিএলে খেলে আসা ক্রিকেটারদের একাদশে রাখা হলো, কিংবা রাখতেই হচ্ছে?
আসলে বাংলাদেশের সামনে বিকল্প উপায় ছিল না। ঢাকা টেস্টে অভিষেক হয় জাকের আলী অনিকের, তিনি উইকেটরক্ষক ব্যাটার। কিপিং না করলেও অভিষেক টেস্টে হাঁকান অর্ধশতক। চট্টগ্রাম টেস্টের ২ দিন আগে অনুশীলনের সময় মাথায় পান বলের আঘাত। কনকাশনের কারণে ছিটকেই যান। বদলি হিসেবে স্কোয়াডে জায়গা নেন অঙ্কন। এদিকে মূল উইকেটরক্ষক লিটন দাস জ্বরের কারণে খেলতে পারছেন না এই ম্যাচ। তার জায়গায় জাকির অথবা অঙ্কন একজনকে খেলাতেই হতো। শেষমেশ ৮ ব্যাটারে একাদশ সাজিয়ে জাকির আর অঙ্কন দুজনকেই সুযোগ দেওয়া হয়েছে।
টাইগারদের হেড কোচ ফিল সিমন্স জানালেন, এই দুই ক্রিকেটারের ওয়ার্কলোডের বিষয়টি মাথায় রেখেই তাদের একাদশে নেওয়া হয়েছে, আসলে কোনো উপায়ান্তর ছিল না টিম ম্যানেজমেন্টের।
'এখানে ভুল বোঝাবুঝির কিছু নেই। তাদের প্রয়োজন হলে তো ডাকবই। কনকাশন হলো, অসুস্থতাও, ২ ব্যাটার বাইরে চলে গেছে। এখানে মিসকমিউনিকেশনের কি আছে। লিটন সুস্থ ছিল না দেখেই অঙ্কন দলে এসেছে। একইসাথে সে একজন উইকেটরক্ষক। জাকেরও কনকাশনের শিকার, না হলে সে-ই থাকত একাদশে। এটা অবশ্যই আদর্শ উপায় নয় স্কোয়াডে অন্তর্ভুক্ত করার। তবে এমনটা হতেই পারে। আশা করি সে সুযোগ কাজে লাগাবে।'
এ সময় লিটন দাসের শারীরিক অবস্থা জানতে চাইলে সিমন্স জানান, ম্যাচের দিন সকালে ভীষণ জ্বর ছিল লিটনের। আর বর্তমান অবস্থা জানা যাবে দল টিম হোটেলে ফিরলে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।