Scores

টিকটকে ভিডিও বানিয়ে বিপদেই পড়েছেন ইয়াসির শাহ

এক ভক্তের সঙ্গে টিকটকে ভিডিও বানিয়ে বিপদেই পড়েছেন পাকিস্তানের ইয়াসির শাহ। এই ঘটনার পর ক্ষমা চেয়েছেন এই পাকিস্তানের লেগ স্পিনার। সেই সাথে পিসিবিকে আসস্থও করেছেন ভবিষ্যতে এসব কর্মকান্ডে জড়িত না থাকার।

টিকটকে ভিডিও বানিয়ে বিপদেই পড়েছেন ইয়াসির শাহ

কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজে ৫-০ তে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে সিরিজ হারাতে এমনিতেই কম সমলোচিত হতে হচ্ছে না ক্রিকেটারদের। তার উপর নতুন এক বিতর্কের সৃষ্টি করেছেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ। টিকটকে এক ভক্তদের সঙ্গে ভিডিও বানান ইয়াসির।

Also Read - জনপ্রিয় ধারাভাষ্যকারকে হত্যার হুমকি এক ভারতীয়র!


 

পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমর্থকদের তোপের মুখে পড়েন এই লেগ স্পিনার। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলেরও শিকার হয়েছেন ইয়াসির। টিকটকের ভিডিওটি ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর চোখেও পড়েছে। আর তাতেই বিপদ বেড়েছে ইয়াসির শাহর। তবে নিজের এমন কর্মকান্ডের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।

পিসিবিজকে ইয়াসির জানান, দুবাইতে মলে থাকার সময় ভিডিওটি করেন। সেখানে এক ভক্তের আবদার মেটাতেই ভিডিওটি করেন ইয়াসির। তার এমন কর্মকান্ডের পর তাকে সতর্ক করে ছেড়ে দিয়েছে পিসিবি। তাদের এক অফিসিয়াল বিবৃতে জানায়,

“পিসিবি কয়েকজন ক্রিকেটারের দৈনন্দিন জীবনযাপন নিয়ে খুব চিন্তিত। তারা বুঝতে পারছে না সামাজিক যোগাযোগ মাধ্যম, টুইটার, হোয়াইটসঅ্যাপ ও ফেসবুকের অপব্যবহারে তাদের ক্যারিয়ারেও বড় প্রভাব ফেলতে পারে।”

 

এইদিকে ইয়াসিরের এমন কর্মকান্ডের পর দলটির প্রধান কোচ মিকি আর্থার জানিয়েছে, নিজের এই কর্মের জন্য ইয়াসিরও খুব লজ্জিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন বিতর্কের জন্ম দিয়েছিলেন উমর আকমল। সিরিজ চলাকালীন তারও একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় দুবাইয়ের একটি কনসার্টে নাচছেন উমর আকমল। পরে সেটির জন্য ক্ষমাও চান তিনি সেই সাথে তাকে জরিমানার কবলেও পড়তে হয়। এত বিতর্কের পর ক্রিকেটারদের জন্য আইন আরও কড়া করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

টুইট করে পাকিস্তানি ক্রিকেটার জানালেন- ‘বেঁচে আছি!’

ভাড়া নেননি ভারতীয় ক্যাবচালক, নৈশভোজ করালেন পাকিস্তানি ক্রিকেটাররা

কপাল খুলল ইয়াসির শাহ’র

খুলনা টাইটান্সে যোগ দিলেন ইয়াসির শাহ

বিশ্বরেকর্ড গড়লেন ইয়াসির শাহ