Scores

টিকটক ভিডিও বানাতে কোহলিকে চাপ দিচ্ছেন ওয়ার্নার!

লকডাউনের এই সময়টাতে মানুষ বাড়ি বসে সময় কাটানোর জন্য বিভিন্ন ধরনের নতুন কাজ করছেন। অস্ট্রেলিয়ান তারকা এই ঘরবন্দী সময়ের এক ঘেয়েমি কাটাতে শুরু করেছেন টিকটকে ভিডিও করা। নিজে কয়েকটা ভিডিও করার পরে এখন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকেও তা করার জন্য চাপ দিচ্ছেন তিনি।

টিকটক ভিডিও বানাতে কোহলিকে চাপ দিচ্ছেন ওয়ার্নার!

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিয়মিত টিকটক ভিডিও পোস্ট দিচ্ছেন ওয়ার্নার। সেখানে দেখা যাচ্ছে ব্যাটিং ছাড়াও নাচ এবং অভিনয়ও ভালোই পারেন এই অজি ক্রিকেটার। ভারতের হিন্দি ও তেলেগু গানের সাথে ওয়ার্নারের নাচের ভিডিও বেশ জনপ্রিয় হয়েছে।

Also Read - মোটা অঙ্কের বেতন কাটার সিদ্ধান্ত ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের


কিছুদিন আগে ভারতীয় গান ‘মুক্কালা মুকাবালা’ গানের সাথে স্ত্রী ও কন্যা দিয়ে নাচের একটা ভিডিও প্রকাশ করেন ওয়ার্নার। অক্ষয় কুমারের ‘বালা’ গানেও নাচের ভিডিও ইনস্টাগ্রামে দেন তিনি। অক্ষয় নিজে সেই ভিডিও দেখে মন্তব্য করেন সব ঠিক আছে। সেখানে কোহলিও একটা মন্তব্য করেছিলেন। তখন ওয়ার্নার কোহলিকে বলেন, ‘চলো, একসাথে করি’।

সম্প্রতি ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সাথে ইনস্টাগ্রামে সরাসরি আড্ডায় এসে কোহলি বলেন, টিকটকে ভিডিও করার জন্য ওয়ার্নার তাকে চাপ দিচ্ছেন। কিন্তু কোহলি এখনো ওয়ার্নারের প্রস্তাবের উত্তর দেননি।

কোহলি বলেন, ‘ওয়ার্নার তো সারাদিন টিকটক ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আমাকেও একটা ভিডিও করতে বলছে। সে তো নাছোড়বান্দা, আমাকে জ্বালিয়ে মারছে! আমি এখনো কিছু বলেনি তাকে।’

গত কয়েক বছর ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিয়মিত মুখ ওয়ার্নার। আসরটার জন্য টানা প্রায় দুইমাস ভারতে অবস্থান করা লাগে তাকে। ফলে ভারতীয় ক্রিকেটারদের সাথে দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছে। আইপিএলে ভিন্ন দলে খেললেও কোহলির সাথেও তার সম্পর্ক ভালো।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ক্রিকেটের স্বার্থে ইংল্যান্ড সফর ও আইপিএল খেলবে অজিরা

‘শীর্ষ অলরাউন্ডার হয়েও স্টোকসের মতো খ্যাতি পাই না’

বিশ্বকাপ স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা আসছে দ্রুতই

ভারত-অস্ট্রেলিয়ার যৌথ কৌশলে বাদ পড়বে বিশ্বকাপ!

কোহলিকে স্লেজিং করে লাভ হয় না, বরং নিজের ক্ষতি!