Scores

টিকিট বিক্রি শুরুর আগেই সিলেটে দীর্ঘ লাইন!

ক্রিকেটপ্রেমি হিসেবে সিলেটের মানুষ পরিচয় দিয়েছেন আগেই। এবার বিপিএলের মতো বড় আসরের আয়োজন দেখতে যেন তড় সইছে না সিলেটবাসীর। ৩১ অক্টোবর থেকে পঞ্চম বিপিএলের টিকিট বিক্রি শুরুর কথা থাকলেও এর একদিন আগেই সিলেটের টিকিট বিক্রির কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে টিকিট-প্রত্যাশী ক্রিকেটপ্রেমিদের দীর্ঘ লাইন!

৩০ অক্টোবর থেকে বিপিএলের টিকিট

২০১৪ সালে টি-২০ বিশ্বকাপ আয়োজন উপলক্ষে সিলেটের তৎকালীন বিভাগীয় স্টেডিয়াম ব্যাপক সংস্কার করে জাতীয় ক্রীড়া পরিষদ। ঐ আয়োজনে সিলেটে অনুষ্ঠিত হয়েছিল মেয়েদের ইভেন্টের প্রায় সবগুলো ম্যাচ (ফাইনাল ও সেমিফাইনাল বাদে) এবং ছেলেদের ইভেন্টের গ্রুপ-পর্বের ছয়টি ম্যাচ। এরপর সিলেটে নিয়মিত বড় পর্যায়ের খেলা প্রত্যাশিত থাকলেও বর্তমানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হিসেবে পরিচিত ভেন্যু সবসময় ঠেকেছে বিসিবির উদাসীনতার শিকার হয়ে। তবে স্টেডিয়ামের আরেক দফা সংস্কার কাজের পর নতুন রূপ নেওয়া নয়নাভিরাম স্টেডিয়ামটি এবার হোস্ট হচ্ছে বিপিএলের।

Also Read - খুলনায় মারকুটে মাইকেল ক্লিংগার


আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের প্রথম আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। আর ঘরের মাঠে তারকাবহুল টুর্নামেন্ট দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন সিলেটবাসী। টিকিট পাওয়া যাবে যেখানে, সেসব জায়গায় ইতোমধ্যে লেগেছে তাদের ভিড়। যদিও টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল (৩১ অক্টোবর)।

বিসিবি থেকে দেওয়া তথ্য অনুযায়ী, বিপিএলের টিকিট বিক্রি করার কথা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক- ইউসিবির মাধ্যমে। এছাড়াও সহজ ডটকম, সূর্যমুখী ডটকম ডট বিডি ও গেজেটবাংলা ডটকমেও বিক্রি হওয়ার কথা দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া আসরটির টিকিট। যদিও ইউসিবির টিকিট বিক্রি নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। ইতোমধ্যে দর্শকরা টিকিটের জন্য ব্যাংকের সামনে লাইনে দাঁড়ালেও ইউসিবি ব্যাংকের উপশহর শাখার ম্যানেজার আমিনুল হক জানান, শহরের সাতটি শাখার কোনো ব্যাংকেই এখনও পৌঁছায়নি কোনো টিকিট। তিনি বলেন, ‘ইউসিবি ব্যাংকের মাধ্যমে বিপিএলের টিকেট বিক্রি হবে বলে শুনেছি। কিন্তু এখনো ব্যাংকের সিলেটের ৭টি শাখার কোনটিতেই বিপিএলের কোন টিকেট সরবরাহ করা হয়নি।’

এমন অবস্থায় টিকিটপ্রত্যাশীরা পড়েছেন দোটানায়। তবে সবার একটাই প্রত্যাশা, মাঠে বসে দেখবেন বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট।

আরও পড়ুনঃ রংপুর রাইডার্সের এন্টারটেনমেন্ট পার্টনার রেডিও একাত্তর ৯৮.৪ এফএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

দ্য হান্ড্রেড-এ এক দিনেই ‘লাখ টিকিট’ বিক্রি

উদ্বোধনী অনুষ্ঠান: নতুন মূল্যের বাড়তি টিকিট সংযোজন

কলকাতায় সোনার হরিণ, টিকিট নিয়ে অভিযোগ

টিকিটের দাবিতে মিরপুরে দর্শকদের বিক্ষোভ মিছিল

টিকিটের দাম শুরু দুইশ থেকে, সর্বোচ্চ দুই হাজার