Scores

টিভিতে দেখা যাবে বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল

নাজমুল একাদশ এবং মাহমুদউল্লাহ একাদশের মধ্যকার বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল ম্যাচটি দেখা যাবে টিভিতে। টিভি ছাড়াও বরাবরের মতো ম্যাচটি সরাসরি দেখা যাবে বিসিবির অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউবে।

বিসিবি প্রেসিডেন্টস কাপ তামিম একাদশ নাজমুল একাদশ

এই একদিনের টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ঘোষণা দেওয়া হয়েছিল সবগুলো ম্যাচ না হলেও ফাইনাল ম্যাচ টিভিতে দেখানোর ব্যবস্থা করা হবে। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের কথা রেখেছে। বুধবার নাজমুল একাদশের কাছে ৭ রানে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে তামিম একাদশ।

Also Read - ওয়েস্ট ইন্ডিজ দল থেকেও ছিটকে পড়লেন ব্রাভো


ফলে ফাইনালে নাজমুল একাদশের প্রতিপক্ষ মাহমুদউল্লাহ একাদশ। শুক্রবার ম্যাচটি আরম্ভ হবে দুপুর ২টায়। এতদিন সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার হয়েছিল বিসিবির ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। ফাইনাল ম্যাচটি এই দুইটি প্ল্যাটফর্ম ছাড়াও সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন, বিটিভিতে।


এক নজরে দুই দলের স্কোয়াড-

নাজমুল একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান সুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাঈম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।

স্ট্যান্ড-বাই : সুমন খান, সাদমান ইসলাম, তানভীর ইসলাম।

মাহমুদউল্লাহ একাদশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস,মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।

স্ট্যান্ড-বাই : আবু হায়দার রনি, সানজামুল ইসলাম, হাসান মুরাদ।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

পেসারদের প্রাধান্য দেওয়ার কারণ জানালেন তামিম

তামিমের ব্যাটে রাজশাহীকে মাটিতে নামাল বরিশাল

সিনিয়রদের নিস্প্রভতায় হতাশ মাহমুদউল্লাহ

চট্টগ্রামের পারফরম্যান্সে বিমোহিত অধিনায়ক মিঠুন

অজুহাত দিতে চান না মাহমুদউল্লাহ