Scores

টিম মিটিং করে না চেন্নাই সুপার কিংস!

খেলাধুলায় টিম মিটিং বেশ গুরুত্বপূর্ণ বিষয়। শুধু খেলাধুলাই কেন, যেকোনো দলীয় কাজের সফলতা অনেকাংশে নির্ভর করে এই টিম মিটিংয়ের উপর। বিশেষ করে ক্রিকেটে ম্যাচ শুরুর আগের টিম মিটিংয়ে বিভিন্ন বিষয় নিয়ে ফয়সালা করা হয়।

টিম মিটিং করে না চেন্নাই সুপার কিংস!

তবে অবাক করা বিষয়, আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ও টুর্নামেন্টটির অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস টিম মিটিং ছাড়াই উপহার দিচ্ছে দুর্দান্ত ক্রিকেট!

Also Read - মোদির কাছে ভোটের সুযোগ চাইলেন অশ্বিন


ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে দুই আসর নিষিদ্ধ থাকার পর গত বছর আইপিএলে ফেরে চেন্নাই। ফিরেই দলটি জিতে নেয় শিরোপা। চলমান ১২তম আসরেও এখন পর্যন্ত দুর্দান্ত চেন্নাই। এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে জয় এসেছে দুটি ম্যাচেই।

 

সর্বশেষ ম্যাচের অন্যতম নায়ক ডোয়াইন ব্রাভোই জানিয়েছেন, ম্যাচের আগে চেন্নাই কোনো টিম মিটিং করে না।

তিনি বলেন, ‘আমাদের কোনো পরিকল্পনা থাকে না। আমাদের কোনো দলীয় মিটিংও হয় না। আমরা স্রেফ মাঠে গিয়ে হাজির হই, ওই দিনের মেজাজ বুঝে খেলতে থাকি। হ্যাঁ, অবশ্যই আমরা পরিস্থিতি বুঝে দ্রুত তার সঙ্গে মানিয়ে নিই। এখানেই তো অভিজ্ঞতার মূল্য।’

চেন্নাইয়ের বেশিরভাগ খেলোয়াড়ের ক্যারিয়ারই শেষ গগনে। এ নিয়ে অনেকে ঠাট্টাও করে থাকেন। তবে এ প্রসঙ্গে ব্রাভোর ভাষ্য, ‘গত মৌসুমেই আমরা দেখিয়েছি বয়স স্রেফ একটা সংখ্যা। যখনই কেউ সিএসকে নিয়ে কথা বলে, অনিবার্যভাবে বয়সের প্রসঙ্গটা তোলেই। আমরা তো আর ৬০ বছরের বুড়ো নই। হ্যাঁ, আমাদের বয়স ৩৫, ৩০ কি ৩২; কিন্তু আমরা এখনও তরুণ।’

নিজেদের তরুণ দাবি করে ধোনির নেতৃত্বাধীন দলের বড় অস্ত্র বলেন, ‘আমরা নিজেদের শরীরের দেখভাল করি। আমাদের অভিজ্ঞতাও অনেক। যেকোনো খেলায়, যেকোনো টুর্নামেন্টে অভিজ্ঞতার মূল্য অনেক। আপনি অভিজ্ঞতাকে হারাতে পারবেন না।’

 

‘আমরা জানি মাঠে আমরা দ্রুততর নই। তাই নিজেদের শক্তি আর দুর্বলতা বুঝেই আমরা খেলি। বুদ্ধিমত্তার সঙ্গে খেলি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা, আমরা সবাই খেলি বিশ্বের সেরা অধিনায়কের নেতৃত্বে।’মহেন্দ্র সিং ধোনিকে বিশ্বের সেরা অধিনায়ক আখ্যা দিয়ে এমনটাই বলেন ক্যাঋবীয় তারকা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সর্বশেষ আইপিএল ‘শাপে বর’ হয়েছে সাকিবের জন্য!

“বিশ্বকাপে কন্ডিশন নয়, চাপ সামলানোই বেশি গুরুত্বপূর্ণ”

রক্তাক্ত অবস্থাতেও ব্যাটিং করে যাচ্ছিলেন ওয়াটসন

আইপিএল ২০১৯: একনজরে পুরস্কারসমূহ

আইপিএলের শ্বাসরুদ্ধকর ফাইনাল নিয়ে টুইটারে ঝড়