দাপুটে জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল যুবারা
পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতেও শুভ সূচনা করেছে বাংলাদেশের যুবারা। কুড়ি ওভারের ফরম্যাটের প্রথম ম্যাচে ৫ উইকেটে হারিয়ে ২ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

প্রকাশিত হয়েছে - 2022-11-16T17:17:20+06:00
আপডেট হয়েছে - 2022-11-16T19:13:51+06:00
খেলার সারসংক্ষেপ
বুধবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয় পাকিস্তান-বাংলাদেশ। তাতে ৫ উইকেটের জয় পেয়েছে লাল-সবুজের দল।
জসে জিতে শুরুতেই পাতিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় সফরকারীরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান করে স্বাগতিকেরা। জবাবে ৫ উইকেট হারিয়ে ৩ বল হাতে থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
ব্যাটে-বলে আলো ছড়িয়ে ম্যান অব দ্য ম্যান হয়েছেন বাংলাদেশের যুবা অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি। বল হাতে ৩ ওভারে মাত্র ১৫ রান খরচায় ২ উইকেট পান এই বাঁহাতি রিস্ট স্পিনার আর ব্যাট হাতে ২৫ বলে ৫ চার আর ১ ছক্কায় ৩৮ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে জেতান রাব্বি।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকেরা। ওপেনার বাসিত আলীর ৩৬ ও মিডল অর্ডারে সাদ বেগের ২৮ ও আরাফাত মিনাহাসের ২০ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় পাকিস্তান।
শুরু থেকেই রানের গতি ভালো থাকলেও নিয়মিত বিরতিতে বাংলাদেশ বোলারদের উইকেট তুলে নেওয়ায় বেশিদূর যেতে পারেনি পাকিস্তান।
বোলিংয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন পেসার তানভীর আহমেদ। ৩ ওভার বোলিংয়ে ২৫ রানে ৩ উইকেট শিকার করেন এই ডানহাতি পেসার। এছাড়া রাব্বির ২ উইকেটের পাশাপাশি ১ টি করে উইকেটের দেখা পান ওয়াসি সিদ্দিক, পারভেজ জীবন ও জিশান আলম।
১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৮ রান তুলেন বাংলাদেশের দুই ওপেনার জিশান ও মোহম্মদ আশিকুর রহমান। জিশান বোলিংয়ের মতো শুরুতেই ব্যাট হাতে ভালো করেন। ১৮ বলে ২ টি ছক্কা আর চারের মারে করেন ২৪ রান আর আশিকুর ১১ বলে ১৬ রান করেন।
পরের দুই ব্যাটার মোহাম্মদ সোহাগ (৫) ও আাহরার আমিন (১৩) রান আউট হলে দল বিপদ পরে। সেখান থেকে সফরকারীদের হয়ে হাল ধরেন মোহম্মদ শিহাব জেমস ও রাব্বি। রাব্বি ৩৮ রানে আউট হলেও ৩৩ বলে ২ করে চার আর ছক্কার মারে ৪১ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শিহাব। ৩ বল হাতে থাকতেই সপ্তম ব্যাটার হিসেবে নামা সিয়ামকে (৬*) নিয়ে বাংলাদেশকে জয় এনে দেন শিহাব।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১৪৩ (বাসিত ৩৬, সাদ বেগ ২৮ আরাফাত মিনাহাস ২০; তানভীর আহমেদ ৩-২৫-৩, মাহফুজুর রহমান রাব্বি ৩-১৫-২ )
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৯.৩ ওভারে ১৪৯/৫ (জিশান আলম ২৪, আশিকুর রহমান ১৬, মোহম্মদ শিহাব জেমস ৪১*, মাহফুজুর রহমান রাব্বি ৩৫; মোহম্মদ জিশানি ৪-২৪-২)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মাহফুজুর রহমান রাব্বি
সিরিজ: ২ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব দল
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।