SCORE

সর্বশেষ

টি-টোয়েন্টিতে আত্মবিশ্বাসী সৌম্য

অফ-ফর্মে থাকার ফলে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন সৌম্য সরকার। যার ফলে তরুণ প্রতিভাবান এই ব্যাটসম্যানের দেখা মেলেনি ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট সিরিজে। তবে এসকল দুঃস্মৃতিকে পেছনে ফেলে অতীত করে আবারও জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। তাই এবার নিজেকে প্রমাণ করার অপেক্ষায় তিনি।

অনুশীলনের সময় সৌম্য সরকার।
অনুশীলনে সৌম্য সরকার।

জাতীয় দলে ফিরে টি-টোয়েন্টি স্কোয়াডের সাথে প্রথমদিনের অনুশীলনের ফাঁকে গণমাধ্যমে কথা বলেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান। জানান জাতীয় দলের বাইরের সময়টা কি করে কেটেছে তার। তাছাড়া প্রত্যাবর্তনে তার পরিকল্পনার কথা।

জাতীয় দলের বাইরে থাকা অবস্থায় ঘরোয়া প্রতিযোগিতায় কিছু ম্যাচ খেললেও তার মূল লক্ষ্যটা ছিল ফিটনেসে। আর এজন্য ফিটনেস নিয়ে কাজ করেছেন উল্লেখ করে এসময় তিনি জানান, ‘বিরতির সময়টায় কয়েকটা ঘরোয়া ম্যাচ খেলেছি।তবে ফিটনেস নিয়ে বেশি কাজ করা হয়েছে। আলাদা কিছু অনুশীলনও করেছি আগের কোচের সাথে (রুশো স্যার)। এছাড়া প্রাইম ব্যাংকের আশিক ভাইয়ের (সহকারী কোচ) সাথেও কাজ করেছি।’

Also Read - হারলেই নতুন মুখ!

জাতীয় দলে ডাক পাওয়ার আগে প্রিমিয়ার লিগে দু’ম্যাচ খেলেছেন সৌম্য। যেখানে বল ও ব্যাট উভয় ক্ষেত্রেই সাফল্য পেয়েছেন তিনি। এ সাফল্য ও ফর্ম লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ধরে রাখতে চান তিনি। ‘প্রিমিয়ার লিগ চলছিল। সেখানেই মনোযোগটা একটু বেশি ছিল। এটা আলাদা ফরম্যাট। অল্প ওভারের খেলা। এখানে ভালো করতে পারলে ফলাফল আমাদের পক্ষে আসবে। যারা মাঠে ভালো খেলবে, ফলাফলটা তাদের পক্ষেই যাবে। টি-টোয়েন্টিতে এসে কেউ টেস্ট ও ওয়ানডের কথা ভাবছে না। আমার বিশ্বাস ওটা ভুলে গিয়ে সবাই এখন টি-টোয়েন্টিতে ভালো করতে চায়। আশা করছি আমরা ভালো করবো।’

তাছাড়া নিজের অন্যতম প্রিয় টি-টোয়েন্টিতে আগের মতো এবারও ভালো করতে ও নিজের সেরাটা দিতে আত্মবিশ্বাসের কথা জানিয়ে সৌম্য সরকার বলেন, ‘টি-টোয়েন্টিতে আগে সফল হয়েছি। তাই আত্মবিশ্বাসী। ওই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভালো হবে। চেষ্টা করবো এই দুইটাতে ভালো করতে। চেষ্টা করবো এই দুইটাতে ভালো করে নিজের জায়গায় স্থির হতে।’

 


আরও পড়ুনঃ শুধু গামিনীর দায়, মানতে নারাজ সুজন

 

Related Articles

এশিয়াডে ক্রিকেট না থাকার আক্ষেপ

জাতীয় দলে সুযোগ পাবেন ‘এ’ দলের পার্ফরমাররা

সাকিবের বিকল্প নিয়ে এখনই ভাবছেন না নান্নু

বদলে যাচ্ছে লঙ্গার ভার্সনের চেহারা

রান পাহাড় টপকে সৌম্য-মিঠুনদের সিরিজ জয়